পুজোর আগে শনি ও রবিতে স্পেশ্যাল মেট্রো পরিষেবা

দুর্গাপুজো আসতে আর বাকি নেই এক মাসও। মাঝে হাতেবলতে কয়েকটা দিন। আর এই দুর্গাপুজোকে গিরে জোরকদমে চলছে কেনাকাটা। ফলে ভিড় বাড়ছে বাজারগুলিতে।আর এই ভিড সামাল দিতেই কলকাতা মেট্রোর তরফ থেকে করা হল এক বিশেষ ঘোষণা। প্রাক পুজো উপলক্ষে শনি ও রবিবার স্পেশাল মেট্রো চলবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে ২ অক্টোবর গান্ধি জয়ন্তী উপলক্ষেও বিশেষ পরিষেবা পাওয়া যাবে বলে জানান পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এই করিডরে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই বিশেষ পরিবেষা। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। এই তারিখের মধ্যে শনিবার রয়েছে ২৩ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর, ৭ অক্টোবর, ১৪ অক্টোবর। মেট্রো ঘোষিত তারিখের মধ্যে রবিবার রয়েছে ২৪ সেপ্টেম্বর, ১ অক্টোবর, ৮ অক্টোবর, ১৫ অক্টোবর। কলকাতা মেট্রো সূত্রে খবর, এখন শনিবার দিনভর ২৩৪ টি চলে মেট্রো চলাচল করে। প্রাক পুজো উপলক্ষে সেই সংখ্যা বেড়ে হচ্ছে ২৮৮ টি। রবিবার দিন চলে ১৩০টি মেট্রো। সেই সংখ্যা বেড়ে হচ্ছে ১৬৪টি। এদিকে সামনেই আবার গান্ধি জয়ন্তী। গান্ধি জয়ন্তীতে মেট্রোর সংখ্যা থাকবে ২৩৪এমনাটইজানানো হয়েছে কলকাতা মেট্রোর তরফ থেকে। পাশাপাশি এও জানানো হয়েছে, গান্ধি জয়ন্তীর দিন প্রথম ও শেষ মেট্রোর সময় কোনও পরিবর্তন হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 5 =