কলকাতায় বজ্র-বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির পূর্বাভাস

আগামী দু’ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের বাংলা ও ওড়িশা উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে এই কারণেই মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপ ওড়িশা উপকূল ও উত্তর ওড়িশাতে দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থলভাগের মধ্যে দিয়ে ঝাড়খণ্ড পেরবে আগামী দু’দিনে। এর জেরে টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের বিশেষ পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির দু’একটি জায়গায়।

এই প্রবল বৃষ্টিপাতের কারণে এই তিন জেলার ক্ষেত্রে কমলা সর্তকতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির দু’ একটি জায়গাতেও। এই প্রসঙ্গে আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা জানান, ‘নতুন করে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠেছে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পের আনাগোনা হবে সিকিম পাহাড় সহ উত্তরবঙ্গে ফলে টানা কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − six =