লিবার্টি জেনারেল ইনসিওরেন্স, ভারতের অন্যতম প্রধান সাধারণ বিমা সংস্থার ডিরেক্টর এবং সিইও পদে বসলেন পরাগ বেদ।সংস্থার তরফ থেকে জানানো হয়েছে তিনি ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর কার্যকর গ্রহণ করেন। লির্বাটি জেনারেল ইনসিওরেন্সে যোগদানের আগে তিনি টাটা এআইজি জেনারেল ইনসিওরেন্সের ভোক্তা লাইনের সভাপতি ছিলেন। ২৪ বছরেরও বেশি সময় ধরে চলা তাঁর এই কর্মজীবনে তিনি প্রায় দুই দশক টানা ইনসিওরেন্স ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। যার মধ্যে তিনি আইসিআইসিআই লোম্বার্ড জেনারেল ইন্সুরেন্সেও কাজ করেছেন।
পরাগ বেদ মুম্বইয়ের কে জে সোমাইয়া কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং এস ভি কে এম-এর নার্সি মঞ্জি ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ (এন এম আই এম এস)-থেকে ম্যানেজমেন্ট স্টাডিজ-এ স্নাতকোত্তর করেন।