বিস্ক ফার্মে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ সেলস পদে সৈকত ঘোষ

এসএজি ফুড প্রোডাক্টসের তরফ থেকে সৈকত ঘোষকে তার ফ্ল্যাগশিপ ব্র্যান্ড বিস্ক ফার্মের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ সেলস হিসেবে নিয়োগ করলো।এরই পাশাপাশি এসএজি ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান অর্পণ পাল এই প্রসঙ্গে জানান, ‘আমরা বিস্ক ফার্ম পরিবারে সৈকতকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এফএমসিজি সেক্টরে তার বিস্তৃত অভিজ্ঞতা এবং অসামান্য কৃতিত্ব ভারতের শীর্ষস্থানীয় বিস্কুট এবং মিষ্টান্ন ব্র্যান্ড হওয়ার আমাদের দৃষ্টিভঙ্গির তা ওতোপ্রতোভাবে জড়িতে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তাঁর নেতৃত্ব বিস্ক ফার্মের বৃদ্ধিকে এক দিগন্ত দেখাতে এবং তা এগিয়ে নিয়ে যেতে সাহায্যও করবে।’

এখানে বলে রাখা শ্রেয়, সৈকত ঘোষের এফএমসিজি ডোমেনে একাধিক সফল কর্মকাণ্ড রয়েছে। তার এই অভিজ্ঞতার ভাণ্ডার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণও বটে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি হল, তিনি ডাবর ইন্ডিয়াতে তার ১৫ বছরের মেয়াদে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এরপর ইমামি লিমিটেডের সাথে এক দশকেরও বেশি সংযুক্ত ছিলেন।তার কৌশলগত দক্ষতা বিস্ক ফার্মের বৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত মনে করছেন সংস্থার প্রত্যেকেই।

মিস্টার পলের সুর শোনা গেল বিস্ক ফার্মের ম্যানেজিং ডিরেক্টর  বিজয় কুমার সিং-এর কথাতেও। তিনি জানান, ‘সৈকত ঘোষের নিয়োগ সংস্থার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ।আর তাঁর এই নিয়োগ হয়েছে এক অদ্ভূত সন্ধিক্ষণে যখন আমরা আমাদের বাজারে উপস্থিতি আরও জোরদার করতে চাই। আমরা আশাবাদী যে, তাঁর গভীর শিল্প জ্ঞান এবং নেতৃত্ব আমাদের সেলস টিমকে নেতৃত্ব দিতে এবং বিস্ক ফার্মের সাফল্য অব্যাহত রাখতে সক্ষম হবে।’

এদিকে নতুন এই দায়িত্ব নেওয়ার পর সৈকত ঘোষ জানান, ‘বিস্ক ফার্মে যোগ দিতে পেরে আমি আনন্দিত কারণ এটি এমন একটি ব্র্যান্ড যা বাস্তবিক অর্থে লক্ষ লক্ষ মানুষের হৃদয় কেড়ে নিয়েছে৷’ একইসঙ্গে তাঁর সংযোজন, ‘আমি আত্মবিশ্বাসী যে, আমাদের জনগণের পাশাপাশি ব্যবসায়িক অংশীদারদের সাথে, আমরা ব্র্যান্ডের শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারব এবং  ব্যতিক্রমী পণ্য সরবরাহ, প্রবৃদ্ধি বৃদ্ধি এবং বিস্ক ফার্মকে আরও উচ্চতায় উন্নীত করার ব্র্যান্ডের মিশনে অবদান রাখতে সক্ষম হবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =