‘ল্যাম্পশেড রাইটার্স’-এর উদ্যোগে সম্প্রতি কলকাতায় ‘আর্থ অ্যান্ড স্কাই’ শীর্ষক প্রথম কবিতা পাঠের আয়োজন করা হয়। এটি ছিল কবিতা, গানে ভরপুর এক সন্ধ্যা। ল্যাম্পশেড লেখকরা হলেন হায়দরাবাদের নিবেদিতা নরসপুরমের মস্তিষ্কপ্রসূত, যাঁরা তিন বছর আগে কোভিড মহামারির সময় একটি অনলাইন ফোরাম হিসাবে এই উদ্যোগ নেন।এরপর সারা ভারত ও বিদেশ থেকে বহু তরুণ-তরুণী এই দলে যোগ দেন। কলকাতা ও হায়দরাবাদ থেকে প্রায় বিশজন তরুণ কবি ও কবিতাপ্রেমী পূর্ব নির্ধারিত ধরিত্রী ও আকাশের ওপর ভিত্তি করে তাদের কবিতা আবৃত্তি করেন। এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অর্থাৎ কলকাতা পর্বে কবিতা প্রেমীরা, বিশেষত তরুণীদের উপস্থিতি ছিল চোখের পড়ার মতো।