ডেঙ্গিতে আক্রান্ত বিধায়ক তাপস চট্টোপাধ্যায়

শহর কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪ হাজার পেরিয়ে গিয়েছে। উদ্বেগ বাড়ছে নাগরিক মহলে। চিন্তায় কলকাতা পুরনিগম। এরইমধ্যে এবার ডেঙ্গির কবলে পড়লেন রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে প্রবল জ্বরে ভুগছিলেন তাপসবাবু। তারমধ্যে হয় রক্তপরীক্ষা। এদিনই আসে রিপোর্ট। তাতেই দেখা যায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বিধায়ক। এরপরই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর। সেখানেই চলছে চিকিৎসা। সূত্রের খবর, কলকাতা পুরনিগমের ১০ নম্বর বোরোতে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। অন্যদিকে যাদবপুর এলাকা আবার বর্তমানে কলকাতার অন্যতম ডেঙ্গি হটস্পট। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি এবং বিক্রমগড় ঝিল ডেঙ্গির মশার দাপট। ডেঙ্গুকে সামাল দিতে পরিস্থিতি তদারকি করছেন খোদ ডেপুটি মেয়র অতীন ঘোষ। ডেঙ্গুর জন্য তৈরি হচ্ছে নিত্যনতুন নির্দেশিকাও।

এদিকে রিপোর্ট বলছে, গত বছরের থেকে এবারে গোটা রাজ্যেই ডেঙ্গির প্রকোপ অনেকটাই বেশি। শহর থেকে গ্রাম, সর্বত্রই একই ছবি।তবে সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে জেলা থেকেই। যদিও সরকারি হিসেব বলছে, এখনও কলকাতায় মৃতের সংখ্যা ৩। তবে লাগাতার আক্রান্তের সংখ্যা বাড়ায় তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =