আগামী ৫ অক্টোবর থেকে পরপর হবে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি। নব-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদাভাবে। বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে হবে সেই মামলার শুনানি। বুধবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, নিয়োগ সংক্রান্ত মামলা বারবার পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে। বুধবার ফের শুনানি স্থগিত করে দেওয়ার আর্জি জানানো হয় রাজ্যের তরফ থেকে। এই ঘটনায় এরপৎই অসন্তোষ প্রকাশ করেন মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
বুধবার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। শুনানি শুরু হওয়ার পরই রাজ্য মামলার শুনানি স্থগিত রাখার আর্জি জানায়। ভার্চুয়ালি এদিনের মামালর শুনানিতে হাজির ছিলেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তিনি দাবি করেন, বারবার এভাবে শুনানি পিছিয়ে যাওয়ার ফলে অযোগ্য প্রার্থীরা চাকরি করেই চলেছেন। অন্যদিকে ভার্চুয়াল হাজিরা নিয়ে আপত্তি জানায় রাজ্য। উত্তরে বিকাশ ভট্টাচার্য জানান, পরবর্তী শুনানি থেকে সশরীরে আদালতে হাজির থাকবেন তিনি।
এরপর ডিভিশন বেঞ্চ জানায়, ৫ অক্টোবর থেকে যাবতীয় মামলার শুনানি শুরু হবে। এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টে এই সব মামলায় যা যা রায় দিয়েছে, তারিখ অনুসারে সেই সব কপি জমা করতে হবে সুপ্রিম কোর্টে। দিনের ক্রমানুসারে সেই সব রায়ের প্রতিলিপি সংশ্লিষ্ট বেঞ্চে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।