নিয়োগ মামলায় কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের রক্ষাকবচ

বিচারপতি অমৃতা সিনহা কুন্তল ঘোষ চিঠি মামলায় বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এরই পাশাপাশি সিবিআই ও ইডি মিলিয়ে তৈরি হওয়া সিট-এর আধিকারিকদের রক্ষাকবচও দেয় হাইকোর্ট।

বুধবার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন SIT-র প্রধান অশ্বিন সেনভি। শুনানি চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে একাধিক প্রশ্ন করেন বিচারপতি।যার মধ্যে ইডি বুধবার কারও বাড়িতে তল্লাশি চালাচ্ছে কি না তাও জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে সিট-এরT প্রধানের কাছে বিচারপতি এও জানতে চান এই মামলার তদন্ত করতে গিয়ে তিনি বা সিবিআই-এর তদন্তকারী অফিসারদের কোনও বাধার সম্মুখীন হচ্ছেন কি না তা নিয়েও। জবাবে সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়, ‘আমার জেলে কুন্তল ঘোষকে জেরা করতে গিয়ে বাধা পেয়েছি। কুন্তলের তরফে যে চিঠি দেওয়া হয়েছে, তার জন্য বিভিন্ন আদালতে হাজিরা দিতে হচ্ছে। ফলে মূল মামলায় মনোনিবেশ নষ্ট হচ্ছে।’

সিবিআইয়ের তরফ থেকে এই তথ্য জানার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ‘কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ সিট প্রধান বা কোনও সিবিআই আধিকারিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। কোথাও কোনও এফআইআর  দায়ের যেন না করা হয়। নিম্ন আদালতও কোনও পদক্ষেপ করতে পারবে না।’ রাজ্যের মুখ্যসচিবের উদ্দেশে বিচারপতির নির্দেশ, তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন নিয়োগ দুর্নীতির তদন্তে যুক্ত সিটে থাকা ব্যক্তিদের যেন হেনস্থা না করা হয়। সিটে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের নির্দেশ ছাড়া কোনও অভিযোগ দায়ের করা যাবে না। একই সঙ্গে এই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলার বার্তা দেন বিচারপতি।

এর পাশাপাশি আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘হাইকোর্টে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেওয়ার পরই একজন নিম্ন আদালতের বিচারক এই মামলার কলকাতা পুলিশকে যুক্ত করার নির্দেশ দিল! তাঁর এমন কোনও এক্তিয়ার নেই। খবর আছে ওই বিচারকের বদলির নির্দেশ জারি হওয়ার পরই তিনি বদলি নিচ্ছেন না। ৩ অক্টোবরের মধ্যে তাঁকে বদলি নিতে হবে। ৪ অক্টোবর রেজিস্টার জেনারেলকে এই বদলির কথা জানাতে হবে। বদলি হওয়ার আগে অবধি বিচারক অর্পণ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির নতুন কোনও মামলা শুনতে পারবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 2 =