ফের উত্তপ্ত মণিপুর

দুই ছাত্রের হত্যাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে মণিপুর।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্পেশাল ডিরেক্টর অজয় ভাটনগরের নেতৃত্বাধীন দল বিশেষ বিমানে করে বুধবার ইম্ফল পৌঁছাল। কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে গত কয়েক মাস ধরেই উত্তপ্ত উত্তর – পূর্বের এই রাজ্য।বহু মানুষের মৃত্যু হয়েছে মণিপুরে।গত সোমবার দুই ছাত্র মৃত্যুতে নতুন করে অশান্ত হয়ে উঠেছে মণিপুর।এই ঘটনার তদন্ত ভার আগেই সিবিআইয়ের হাতে তুলে দেয় এন বীরেন সিংহের সরকার।

এদিকে দুই ছাত্রের দেহের ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে ফলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে মনিপুরে।অভিযোগ,ওই দুই ছাত্রকে অপহরন করে খুন করা হয়েছে।গত ৬ ই জুলাই থেকে ওই দুই ছাত্র নিখোজ বলে দাবি করা হয়।একটি ছবিতে দেখা গিয়েছে দুই  সশস্ত্র আততায়ীর সঙ্গে বসে রয়েছেন দুই ছাত্র,অন্যটিতে আলাপ যায় তাঁদের দেহের ছবি।ওই দুই ছাত্রকে বিষ্ণুপুর জেলায় শেষবারের মতো দেখা গিয়েছিল।অভিযোগ ওই দুই ছাত্রকে অপহরন করে খুন করা হয়েছে।এই ঘটনায় বিক্ষোভ প্রদর্শণ করেছেন ছাত্ররা।সংঘর্ষের ঘটনায়  ইম্ফলে প্রায় ৫০ জন ছাত্র জখম হয়েছে।

এই প্রসঙ্গে এক্স হ্যান্ডলে (টুইটার) মণিপুরের মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘রাজ্যবাসীকে আশ্বস্ত করতে চাই যে, অপরাধীদের ধরতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ করছে।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান বীরেন সিংহ।এর আগে, মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো এবং গণধর্ষণের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + two =