স্বাস্থ্য ভবনের সামনে মশারি নিয়ে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার

ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ স্বাস্থ্য দফতর। গত কয়েকদিন ধরে লাগাতার এই ইস্যুতে সরব হয়েছে পদ্ম শিবির। এদিন আরও একবার সেই ইস্যুতেই পথে নামল বিজেপির মহিলা মোর্চা।এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অন্তত ৬ হাজার। সরকারি ও অসমর্থিত সূত্র মিলিয়ে গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার পেরিয়ে গিয়েছে। সূত্র বলছে ৭ দিনে ১০ হাজারের বেশি আক্রান্ত শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলায়। এই পরিসংখ্যান সামনে আসতে আমজনতার সঙ্গে উদ্বেগ বেড়েছে প্রশাসনেরও। এদিকে ডেঙ্গি দমনে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দফায় দফায় পথে নামতে দেখা যাচ্ছে বাম-বিজেপি সরকারকে। বৃহস্পতিবারে এই ইস্যুতে দমদমে বিক্ষোভ দেখান ডিওয়াইএফআই-এর কর্মী সমর্থকেরা।এরপর শুক্রবার মশারি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চার কর্মী- সমর্থকেরা।

এদিন মহিলা মোর্চার তরফ থেকে যে মিছিল করা হয় তার শরুতেই পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকদের। বিজেপির অভিযোগ, ডেঙ্গি মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ হয়েছে স্বাস্থ্য দফতর। সরকারের দ্বারা কোনও কাজই হচ্ছে না। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময়েই সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে থাকা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। বিক্ষোভস্থল থেকেই সংগঠনের এক সদস্য জানান, ‘কোথাও হাসপাতালে বেড নেই, প্রাথমিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে না। কিছুই করছে না সরকার। ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ হয়েছে সরকার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =