আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্তও ৷ এই নিম্নচাপটি রবিবার উত্তর ওড়িশা ঘেঁষে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে। তার জেরে বুধবার পর্যন্ত জেলায় জেলায় বৃষ্টিপাত হতে থাকবে। সঙ্গে এও জানানো হয়েছে, সোম-শুক্রবার, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বৃষ্টির সম্ভবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি হবে সোমবার থেকে শনিবার অর্থাৎ ১ থেকে ৬ অক্টোবর।
এদিকে আবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ সমান তালে বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়াতেও। সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে। সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের দুটি জেলায় ভারী বৃষ্টিপাত হবে সেগুলি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এরসঙ্গে বীরভূম, মুর্শিদাবাদেও। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
বুধবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷
এদিকে রবি ও সোমবার উত্তরবঙ্গের ৫ জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাত হবে ৷ এরপর উত্তরবঙ্গের তিনটি জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷
মঙ্গলবার ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ এদিকে আলিপুরদুয়ার ও কোচবিহারের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে ৷ এরফলে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ এছাড়াও দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরফলে আগামী পাঁচদিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না ৷
লাগাতার বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমেছে ৷ রবিবারেও তাপমাত্রা এমনই থাকতে পারে ৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,মৎসজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে ৷ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে রবিবার পর্যন্ত ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ সেই কারণেই কোনও ভাবেই মৎসজীবীরা সমুদ্রে যাতে না যান সেই সতর্কতা জারি করা হয়েছে ৷