পুরসভায় নিয়োগ দুর্নীতিতে তৎপরতা বাড়াল ইডি

রাজ্যের পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায়  ফের তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূলত উত্তর ২৪ পরগনার পুরসভাগুলিতে নথিপত্র খতিয়ে দেখে কেন্দ্রীয় সংস্থা জানতে পেরেছে বিস্তর গরমিল রয়েছে দেড় হাজার চাকরির নিয়োগপত্রে। আর ওই সব চাকরির নেপথ্যে প্রভাবশালীদেরও হাত রয়েছে। এই প্রভাবশালীদের খুঁজে বের করতে তৎপর ইডি।

২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে পুরসভাগুলিতে নিয়োগ প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা ছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোনের। ওই সংস্থার মাধ্যমেই নিয়োগের প্রক্রিয়া চলে পুরসভাগুলিতে। অন্যান্য সংস্থাগুলিকে টপকে কী ভাবে অয়ন শীলের সংস্থা চাকরির পরীক্ষা নেওয়ার বরাত পেয়েছিল এবং ওএমআর শিটে কারচুপি হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে গিয়েই হাজার দেড়েক চাকরির ক্ষেত্রে গরমিলের ঘটনা নজরে আসে তদন্তকারীদের।

এদিকে ইডি সূত্রে খবর, এই চাকরিপ্রার্থীদের খুব শীঘ্রই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ইডির তদন্তকারীরা মনে করছেন, উত্তর ২৪ পরগনার ১২টি পুরসভায় ৫ থেকে ১০ লক্ষ টাকার বিনিময়ে প্রায় ৫ হাজার চাকরির ক্ষেত্রে প্রভাব খাটানো হয়েছিল। উল্লেখ্য, এর আগে ইডি আদালতে জানিয়েছিল পুর নিয়োগ দুর্নীতিতে প্রায় ২০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =