কেয়া দাস
পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। সঙ্গে মনের মধ্যে বোল ফুটেছে ঢাকের। যদিও বৃষ্টি মাঝে মাঝেই পুজোর শপিংয়ে জল ঢেলে দিচ্ছে। এদিকে আকাশ থেকে মেঘ উধাও হয়ে সূর্যিমামা উঁকি দিতেই পুজো শপিংয়ে যেন ঢল নেমেছে। আর এটাও কিন্তু ঠিক যে পুজোর শপিং থেকে বাঙালিকে বৃষ্টি কখনওই বিরত করতে পারবে না।
তাই আসুন জেনে নেওয়া যাক পূজোর সময়ে কী ধরনের শাড়ি-পোশাক ট্রেন্ডিং বা বাজার কাঁপাচ্ছে
কোন কোন শাড়ি।
এই তালিকায় রয়েছে,
১)হ্যান্ডলুম শাড়ি
২)অরগ্যাঞ্জা সিল্ক শাড়ি
৩)জামদানি শাড়ি
৪)লিনেন শাড়ি
৫)মালবেরি সিল্ক
৬)কাতান সিল্ক
৭)বালুচরী শাড়ি
৮)গোলাপি শিফন শাড়ি
৯)তাঁতের শাড়ি
১০)খাদি কটনের শাড়ি
হ্যান্ডলুম শাড়ি:-
হ্যান্ডলুম শাড়ি বেশ হালকা ও নরম।ফ্যান্সি হ্যান্ডলুম শাড়ি বাজেটে ফিট হলে ও খাটি হ্যান্ডলুমের দাম একটু বেশি।তাই এই শাড়িটি আপনার প্যান্ডেল হপিংয়ের দোসর হয়ে উঠতেই পারে।
অরগ্যাঞ্জা সিল্ক:-
এই ধরনের শাড়ি এবার বাজার কাঁপাচ্ছে বলাই যায়।বিশেষ করে হালকা গোলাপি,সাদা রঙের অরগ্যাঞ্জা শাড়ি আপনাকে পূজোর জন্য দেবে একটি বিশেষ লুক।তাই নিজের কালেকশানে রাখতেই পারেন অরগ্যাঞ্জা সিল্ক।
জামদানি শাড়ি:-
এই বছরের পুজোয়ও কিন্তুু জামদানির বেশ চাহিদা রয়েছে।জামদানিও বেশ হালকা এবং আরামদায়কও বটে।শাড়ির ওপর লতা-ফুলের মোটিফ এক কথায় অসাধারণ।তাই চাইলেই অষ্টমীর অঞ্জলিটা কিন্তুু জামদানি পরে দেওয়াই যায়।তাই পছন্দসই মসলিন জামদানি বা ঢাকাই জামদানি রাখতেই পারেন নিজের কালেকশানে।
গোলাপি শিফন শাড়ি:-
‘রকি অউর রানি কি প্রেমকাহিনী’ মুভিতে আলিয়া ভাটের পরিহিত কুর্তি ও গোলাপি রঙের শিফন শাড়িতে মজে নেটদুনিয়া।তাই নিজের পূজোর কালেকশানে গোলাপি শিফন শাড়ি রাখতেই পারেন।
শাড়ির সঙ্গে চাই পছন্দসই ব্লাউজ
১)বোট নেক ব্লাউজ
২)বেল স্লিভ হাতাওয়ালা ব্লাউজ
৩)অরগ্যাঞ্জা ব্লাউজ
৪)দুর্গা মোটিফ ব্লাউজ
৫)কলমকারি ডিজাইন ব্লাউজ
৬)চিকনকারি ব্লাউজ
৭)সব্যসাচী কাট ব্লাউজ
৮)সাবেকি প্যাটার্নের ব্লাউজ
৯)পাফড স্লিভ ব্লাউজ
১০)হাকোবা ব্লাউজ
এই ধরনের ব্লাউজের চাহিদায় পুজোর বাজার সরগরম।এর মধ্যে আপনার পছন্দসই ব্লাউজকে আপনার শপিং লিস্টে রাখতেই পারেন।
পুজোয় চাই পছন্দসই কুর্তি
প্রত্যেক বছরের পূজোর মতো এবারের পুজোয় ও কিন্তুু কুর্তির চাহিদা তুঙ্গে।এবার দেখে নেওয়া যাক কোন কোন কুর্তি এবার ট্রেন্ডিং লিস্টে রয়েছে।
১)আলিয়া কাট কুর্তি
২)এ-লাইন স্ট্রেট কুর্তি
৩)চিকনকারি কুর্তি
৪)ইন্ডিগো ব্লু এথনিক কুর্তি
কো অর্ড সেট:-
অন্যরকম কিছু ট্রাই করতে চাইলে ট্রাই করতে পারেন কো অর্ড সেট।দেশে-বিদেশে কো অর্ড সেটের চাহিদা ব্যাপক।পশ্চিমী কো অর্ডের পাশাপাশি এথনিক কো অর্ডি সেট ও সকলের মন জয় করে নিয়েছে বলাই বাহুল্য।তাই এটিকে নিজের ওয়ার্ড্রোব কালেকশানে রাখতেই পারেন।
কোথা থেকে কিনবেন?
নিউমার্কেট, গড়িয়াহাট, হাতিবাগান, অনলাইন শপিং সাইট থেকে কিংবা আপনার নিকটবর্তী বাজারে খুঁজে দেখতে পারেন।