দুর্গাপুজোকে ঘিরে রঙিন হয়ে ওঠে পশ্চিমবঙ্গ।বিশেষ করে আর এই দুর্গাপুজোকে ঘিরে মহিলারা নতুন শাড়িতে সুসজ্জিত করেন নিজেদের। আর তারই মধ্য দিয়ে ফুটে ওঠে বাংলার ঐতিহ্যবাহী তাঁত এবং বস্ত্রের নানা কারুকাজ। আর এখান থেকেই টাটা টি গোল্ড তার উৎসব সিরিজ বাংলার নকশা পুজো প্যাকেজিংয়ের অনুপ্রেরণা পায়। শুধু তাই নয়, এই সুন্দরভাবে কারুকাজ করা উৎসবের প্যাকগুলি এই অঞ্চলের তাঁতশিল্পীদের এবং তাঁদের চমৎকার কারুশিল্পকে সম্মান জানায়। একইসঙ্গে প্রতিফলিত করে ব্র্যান্ডের প্রতিশ্রুতিকেও। তাঁতশিল্পীদের যে কারুকাজ বিশ্ববন্দিত তার মধ্যে রয়েছে নদিয়ার জামদানির মতো পশ্চিমবঙ্গের বুননশিল্প, বিষ্ণুপুর থেকে বালুচরি, শান্তিনিকেতন থেকে বাটিক প্রিন্ট এবং আইকনিক কাঁথা এবং গরদ। দুর্গাপুজোকে ঘিরে এই ঐতিহ্যগত সূক্ষ্মতা যেন উদযাপিত হয় টাটা টি গোল্ডের সীমিত সংস্করণের পণ্য প্যাকগুলির মধ্য দিয়েও।
এরই পাশাপাশি টাটা টি গোল্ড ফেস্টিভ্যাল প্যাকের সঙ্গে পুজো উদযাপন করতে কলকাতার সাউথ সিটি মলে বিশেষ ডুয়াল-স্ক্রিন থ্রিডি অ্যানামরফিক ডিসপ্লে বসানো হয়েছে। তা জন্য বহু মিডিয়া গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যান্ডটি। অ্যানামরফিক ডিসপ্লে এখনও ভারতের জন্য নতুন। সম্ভবত এই প্রথম কোনও ব্র্যান্ড ডুয়াল স্ক্রিন থ্রিডি ফরম্যাটে এই ডিসপ্লেটি ব্যবহার করছে বলেও দাবি করা হয়েছে টাটা টি গোল্ডের তরফ থেকে। ডুয়াল-স্ক্রিন থ্রিডি অ্যানামরফিক ডিসপ্লে পশ্চিমবঙ্গের পাঁচটি স্বতন্ত্র তাঁতশিল্পের এবং দুর্গাপুজোর বর্ণময় কাহিনী প্রদর্শন করবে। আগামী ২১ অক্টোবর পর্যন্ত সাউথ সিটি মলে এই প্রদর্শিত হবে এই অনন্য প্রদর্শনীটি।