মনোনয়ন জমা দেওয়ার সময় যে প্রাণহানির ঘটনা ঘটেছে বা রক্ত ঝরেছে তার প্রত্যেক বিন্দু রক্তের জন্য দায়ী রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগ সংক্রান্ত যে রিপোর্ট ফেরৎ পাঠানোর পর রাজ্য নির্বাচন কমিশনারের নাম না করেও এমনটাই বক্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের।
সূত্রে খবর, বুধবারই রাজভবন থেকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট সই না করেই ফিরিয়ে দিয়েছেন রাজ্যপাল। এরপর বৃহস্পতিবার রাজ্যপাল বোস জানান, ‘আমি রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেছিলাম। বিশ্বাস রেখেছিলাম, তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবেন। কিন্তু দেখলাম মানুষ হতাশ। রাজ্য নির্বাচন কমিশন তার দায়িত্ব কর্তব্য পালন করেননি।‘ একইসঙ্গে রাজ্যপাল এও বলেন, ‘দেয়ার ইজ ব্লাড শেড’ অর্থাৎ রক্তের স্রোত বইছে।
এদিকে নির্বাচন হতে মাঝে আর ২ সপ্তাহ বাকি। ৮ জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। তার আগে কমিশন-রাজ্যপাল সংঘাত পৌঁছেছে চরমে। বিরোধী শিবিরেও দাবি রা হচ্ছে, কমিশনের উপর আস্থা হারাচ্ছেন মানুষ। এদিকে এত রক্তপাত, হিংসা দেখে হাইকোর্টের তরফ থেকেও বলা হচ্ছে, এভাবে চললে বন্ধ করা উচিত নির্বাচন।