বেনারসের রীতি মেনে এবার শহরে দেব দীপাবলি

এবার বেনারসের রীতি মেনেই শহর মেতে উঠবে দেব দীপাবলি উৎসবে। কলকাতা পুরসভার তরফে দেব দীপাবলি উপলক্ষে ২৬ নভেম্বর এবং ২৭ নভেম্বর, বিশেষ অনুষ্ঠানের আয়োজন বাজা কদমতলা ঘাটে । প্রসঙ্গত, কার্তিক পূর্ণিমায় আয়োজিত হয় দেব দীপাবলি উৎসব। বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির চত্বর-সহ দশাশ্বমেধ ঘাট সেজে ওঠে কয়েক লাখ প্রদীপে। গোটা বিশ্ব থেকে বহু মানুষ এই দেব দীপাবলির সন্ধেয় বিশেষ আরতি দেখতে জড়ো হন দশাশ্বমেধ ঘাটে। এদিন সেই আদলেই বাজা কদমতলা ঘাটে আয়োজন কলকাতা পুরসভার। এই অনুষ্ঠানটির উদ্বোধন করবেন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভার তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। মেয়র ফিরহাদ হাকিম ছাড়াও হাজির থাকবেন মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষ, দেবাশিস কুমার, নয়না বন্দ্যোপাধ্যায়, তারক সিং সহ মেয়র পারিষদরা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বারাণসীর দশাশ্বমেধ ঘাটের ধাঁচে কলকাতাতে আগেই শুরু হয়েছে গঙ্গা আরতি।

এই দেব দীপাবলি উপলক্ষে রবিবার হাজার হাজার প্রদীপ ও আলোকমালায় সেজে উঠবে বাজা কদমতলা ঘাট। বারাণসীর দশাশ্বমেধ ঘাটের আদলে তৈরি আরতির স্ট্যান্ডও। সেই স্ট্যান্ডে দাঁড়িয়ে গঙ্গা আরতি করবেন পুরোহিতরা। সঙ্গে হবে বিশেষ পুজোও। দেব দীপাবলি উপলক্ষে প্রদীপে ঘাট সাজানোর আয়োজন। সঙ্গে গোটা ঘাট সাজানো হয়েছে সুন্দর আলোর মালায়। ঘাটের আরতি স্ট্যান্ড থেকে গাছের গুঁড়িতে লাগানো আলোর চেইন লাইট। এছাড়া ঘাটের চাতাল সেজে উঠেছে সুন্দর আলপনার নকশায়। এরপর রবিবার সন্ধেয় ওই নকশার উপরে প্রদীপ জ্বালিয়ে সাজিয়ে তোলা হবে বলে জানা গিয়েছে। এতে ব্যবহার করে হবে প্রায় ১০ হাজার প্রদীপ।

এদিন দেব দীপাবলি উপলক্ষে রয়েছে বিশেষ অনুষ্ঠানেও আয়োজন। বিকেল সাড়ে চারটে নাগাদ শুরু হবে অনুষ্ঠান। পাঁচটা থেকে ৫ টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে আরতি। এরপর সাড়ে ছটা অবধি রয়েছে বিশেষ নৃত্যানুষ্ঠান। পরে সন্ধে সাতটা থেকে শুরু হবে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তীর সঙ্গীতানুষ্ঠান। সমস্ত অনুষ্ঠান শেষ হবে সাড়ে আটটা নাগাদ। গঙ্গাবক্ষ থেকে লঞ্চে চেপেও এই অনুষ্ঠান দেখা যাবে। সোমবারও চলবে দেব দীপাবলি উদযাপন। এরপর সোমবার পাঁচটা থেকে সাড়ে আটটা আরতি ছাড়াও রয়েছে নাচ ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের ভক্তিগীতির বিশেষ অনুষ্ঠান। বেনারসের ধাঁচে এই অনুষ্ঠান দেখতে বিকেলে বাজা কদমতলা ঘাটে ভিড় জমার সম্ভাবনা। আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে বিশেষ বাহিনীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + five =