দক্ষিণ ২৪ পরগনার নতুন জেলা সম্পাদক সিপিএমের

দক্ষিণ ২৪ পরগনায় সিপিএমের নতুন জেলা সম্পাদক হলেন রতন বাগচি। বাদ পড়লেন শমীক লাহিড়ি। শনিবার জেলা কমিটির বৈঠক ছিল। সেখানেই নেওয়া হয় এমনই এক সিদ্ধান্ত। শমীক লাহিড়ি এখন কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্য সম্পাদমণ্ডলীর সদস্য।সঙ্গে জেলা সম্পাদকও ছিলেন। সিপিআইএম-এর বর্তমান বিধি অনুসারে তিনটি পদে একসঙ্গে থাকা যায় না। এর পাশাপাশি কয়েকদিন আগেই গণশক্তির সম্পাদক হিসাবেও নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। ফলে তাঁর জেলা সম্পাদক পদ থেকে সরে যাওয়া সময়ের অপেক্ষাই ছিল।

এদিকে শনিবার জেলা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, কল্লোল মজুমদাররাও। সম্পাদক হিসাবে জল্পনায় ছিল রাহুল ঘোষ ও প্রভাত চৌধুরীর নাম। কিন্তু এই দু’টি নাম নিয়ে আলোচনা হলেও দ্বন্দ্ব ছিল। সে কারণেই বিকল্প হিসাবে রতন বাগচিকে বেছে নেওয়া হয়। দলের অন্দরেই শোনা যায়, অনেক সময় জেলার সমীকরণে গোষ্ঠী লড়াই হলে তৃতীয় নাম বেছে নেওয়ার কৌশল দীর্ঘদিন নিয়ে আসছে আলিমুদ্দিন স্ট্রিট। শনিবার দক্ষিণ ২৪ পরগনায় সেই কৌশলই প্রয়োগ করল আলিমুদ্দিন।

শমীক লাহিড়ি কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পরই ঠিক হয়েছিল জেলা সম্পাদক পদে নতুন কাউকে আনা হবে। তবে মাঝে পঞ্চায়েত ভোট এসে যাওয়ায় সেই প্রক্রিয়া থমকে ছিল। প্রসঙ্গত, ২০২২ সালের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কেন্দ্রীয় কমিটির সদস্য হন শমীক। এর আগে ২০১৭ সালের জানুয়ারি মাসে জেলা সম্পাদক হন শমীক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 12 =