প্রয়াত হলেন সংবিধান বিশেষজ্ঞ শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়। রবিবার বিকালে প্রয়াত হন তিনি। সূত্রের খবর, এদিন সকালে বাজারেও গিয়েছিলেন অমলবাবু। বাড়ি ফেরার পর সিঁড়ি থেকে পড়ে যান। মাথা ফেটে যায় তাঁর। কান দিয়ে রক্তপাতও হয়। এরপরই নিয়ে যাওয়া হয় হাসপাতালে।সেখানে রাখা হয় ভেন্টিলেশনে।এরপর এদিন বিকাল ৪টে ৩৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন চর্চার একজন বিদগ্ধ ব্যক্তিত্ব অমল মুখোপাধ্যায়। ১৯৯১ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপাল ছিলেন অমলবাবু। প্রেসিডেন্সি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করায় অগ্রণী ভূমিকা ছিল তাঁর।
প্রথমে রাষ্ট্রবিজ্ঞানের সিনিয়র প্রফেসর, তারপর রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান, সেখান থেকেই প্রেসিডেন্সির প্রিন্সিপাল পদে বসেন তিনি। দেশে-বিদেশে বহু ছাত্রছাত্রী রয়েছে তাঁর।প্রিয় শিক্ষকের এই মৃত্যুসংবাদ পৌঁছতেই সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানান তাঁরা।