অসময়ের বৃষ্টি আর তার সঙ্গে বজ্রপাত গুজরাতে। আর এই বজ্রপাতে একদিনে মৃত্যু হল অন্তত ২০ জনের। এ ছাডাও বিস্তীর্ণ এলাকা জুড়ে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ ফসল৷ অসময়ের বৃষ্টিতে এমনই বিপর্যয়ের সাক্ষী থাকল গুজরাত৷ এই ঘটনায় শোক প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
এক্স হ্যান্ডেলে অমিত শাহ লেখেন, ‘বজ্রপাতের ফলে গুজরাতের বিভিন্ন শহরে অনেকের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত৷ যাঁদের এই অপূরণীয় ক্ষতি হয়েছে, তাঁদের পরিবারকে আমি আমার গভীর সমবেদনা জানাই৷ স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ চালাচ্ছে, আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি৷’
এদিকে কেন্দ্রীয় আবহবিজ্ঞান দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার গুজরাতে বৃষ্টিপাতের পরিমাণ কমবে৷ তবে দক্ষিণ গুজরাত এবং সৌরাষ্ট্রের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে৷ পাশাপাশি রাজ্য বিপর্যয় মোকাবিলা পরিচালনা কেন্দ্র থেকে জানানো হয়েছে, গুজরাতের ২৫২টি ব্লকের মধ্যে ২৩৪টি ব্লকেই রবিবার বৃষ্টি হয়েছে৷ সুরাত, সুরেন্দ্রনগর, খেড়া, তাপি, ভারুচ এবং আমরেলির মতো জেলাগুলিতে মাত্র ১৬ ঘণ্টার মধ্যে ৫০ থেকে ১১৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে৷ আবহ অফিস সূত্রে খবর, উত্তর পূর্ব আরব সাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে৷ তারই প্রভাব পড়েছে সৌরাষ্ট্র এবং কচ্ছ অঞ্চলের উপরে৷