প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই। ওএমআর শিট এবং অতিরিক্ত প্যানেল নিয়ে তদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলে খবর আদালত সূত্রে।এদিনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে মোট ৫৪ পাতার রিপোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে জমা দেওয়া হয়। এদিন এই রিপোর্টের সঙ্গে কোন পথে চলছে নিয়োগ দুর্নীতির তদন্ত আর কতটাই বা এগিয়েছে তাও আদালতে সবটাই জানান সিবিআইয়ের সিটের প্রধান অশ্বিন শেনভি। এখানে বলে রাখা শ্রেয়, বারবারই আদালতের তরফ থেকে প্রশ্ন উঠেছিল কেন্দ্রীয় তদন্তকারী দলের কাজের অগ্রগতি নিয়ে। এমনকী এ নিয়ে ক্ষোভও প্রকাশ করতে দেখা যায় বিচারপতিকে।
এদিন এই রিপোর্ট জমা দেওয়ার পরই আদালতের তরফে রিপোর্ট খতিয়ে দেখার কাজ চলছে। আগামী শুক্রবার মামলার শুনানি হবে বলে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিকে সিবিআই সূত্রে এ কবর মিলছে যে, পরের শুনানির দিন সিবিআইয়ের সিটের প্রধান অশ্বিন শেনভি থাকতে পারেন। এদিকে তাঁকে হাজির থাকা কথা জানানো হয়েছে আদালতের তরফেও। আইনজীবীদের ধারনা, সেদিনও হতে চলতে পারে একদফার প্রশ্নোত্তর পর্ব।
প্রসঙ্গত, এর আগে গত বছরের সেপ্টেম্বরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তারপর থেকে জেলে ঢুকেছেন রাজ্যের একাধিক হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব।যার মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী থেকে আমলা, বিধায়কেরাও। ঢুকেছেন কিছু নামজাদা তৃণমূল নেতাও। এদিকে এই তদন্ত প্রক্রিয়া কবে শেষ হবে তা নিয়ে প্রশ্ন উঠছে প্রায়শই। এরইমধ্যে গত অগাস্টে তদন্তের অগ্রগতির বিষয়ে আদালতে তথ্য জমা দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। এবার ফের এল নতুন রিপোর্ট। এবার সবার নজর শুক্রবারের শুনানির দিকে।