চিকিৎসক সঙ্কটে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হল না ইডি-র

সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর সংগ্রহের জন্য গত এক সপ্তাহ ধরে তৎপরতা চালানো হচ্ছেইডির তরফ থেকে। অথচ এখনও সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি তাদের পক্ষে। এদিকে গত শুক্রবার আদালত নির্দেশ দিয়েছিল, ইএস‌আই জোকায় নমুনা সংগ্রহ করতে হবে কালীঘাটের কাকুর। সাতদিন পরও কোর্টের সেই নির্দেশ পালনে ব্যর্থ ইএস‌আই জোকা। কারণ, চিকিৎসক সঙ্কটে মেডিক্যাল বোর্ড গঠনই করে উঠতে পারছে না এই কেন্দ্রীয় প্রতিষ্ঠান, এমনটাই সূত্রে খবর মিলছে। সঙ্গে এও জানা গেছে, এই মুহূর্তে ইএসআই জোকায় নিউরোলজির চিকিৎসক নেই। এ বিষয়ে তাঁরা ইডিকে জানিয়ে দিয়েছে বলেও খবর।  পাশাপাশি এ খবরও শোনা যাচ্ছে, নির্দেশ পরিমার্জনে আদালতের দ্বারস্থ হতে পারে ইডি। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষাকে কেন্দ্র করে জটিলতা চলছেই। প্রথমে এসএসকেএমে ইডি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়েও পারল না। এমএসভিপি বেঁকে বসেন বলে আদালতের নির্দেশিকায় উল্লেখ ছিল। বিকল্প হিসাবে ইএসআই কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হলেও চিকিৎসক সঙ্কট।

এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, গত ২৪ নভেম্বর বিশেষ আদালতের নির্দেশ ছিল কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য কার্ডিওলজি, নিউরোলজি, ইএনটি বিশেষজ্ঞদের নিয়ে চিকিৎসক বোর্ড গঠন করতে হবে। প্রয়োজনে চিকিৎসকের সংখ্যা বাড়াতেও পারে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ইএসআই জোকা সূত্রে খবর, জোকা ইএসআই থেকে একযোগে ৪২ জন চিকিৎসক বদলি করা হয়েছে। ফলে সেখানে হঠাৎ-ই তৈরি হয়েছে এক চিকিৎসক সঙ্কট। আর এই কারণেই সাতদিন কেটে গেলেও মেডিক্যাল বোর্ডই গঠন করা যায়নি বলে খবর। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এও জানানো হয়েছে, ইডিকে ইমেল মারফত এই ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 14 =