পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি মনোজ মাল্যবর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম রাইস। তাঁকে রাজস্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তিন দিনের ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে তাকে।
পুলিশ সূত্রের খবর, ডিজি মনোজ মালব্যের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ফেসবুকে অ্যাকাউন্ট খোলে অভিযুক্ত। সেই অ্যাকাউন্ট থেকে পুলিশের বিভিন্ন পদস্থ কর্মীদের বন্ধুত্বের অনুরোধ পাঠানো হত। সরল মনে অনেকেই তা গ্রহণ করতেন। কিন্তু, এরপরেই শুরু হত জালিয়াতি। ওই অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি মেসেজ পাঠানো হত। সেই মেসেঞ্জার বার্তায় বলা হত, ‘এখন জরুরি মিটিংয়ে রয়েছি। ফোন করতে পারছি না। একটি সমস্যায় পড়েছি। অনেক টাকার প্রয়োজন।’ এরপর কেউ টাকা পাঠালে তা হাতিয়ে নিত রাজস্থানের ওই যুবক, সন্দেহ পুলিশের। এক পুলিশ আধিকারিকের থেকে সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে বিধাননগর সাইবার থানার পুলিশ। চলতি বছরের অগাস্ট মাসের শেষের দিকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়। সাইবার বিশেষজ্ঞদের সাহায্যও নেওয়া হয় এক্ষেত্রে। অবশেষে ভিন রাজ্যের প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকা রাইসকে গ্রেফতার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, শুধু এই রাজ্যে নয়, দেশের বিভিন্ন রাজ্যের উচ্চপদস্থ পুলিশ অফিসারের নাম ও পরিচয় ভাড়িয়ে রমরমিয়ে চলত এই জালিয়াতির কারবার। পুলিশের প্রাথমিক সন্দেহ, কোনও গ্যাং এর নেপথ্যে রয়েছে।
এরই পাশাপাশি বিধাননগর কমিশনারেটের আধিকারিকদের ধারনা, ধৃতকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এরপরই সমগ্র বিষয়টি সম্পর্কে আরও অনেক তথ্য সামনে আসবে বলে মনে করছেন তাঁরা। এই প্রসঙ্গে তদন্তকারীদের একাংশ জানাচ্ছেন, ‘সাইবার প্রতারণার বাড়বাড়ন্ত চোখে পড়ার মতো। কিন্তু, এভাবে বড় বড় পুলিশ কর্তাদের ছবিও ব্যবহার করে প্রতারণার ছক ফাঁদা হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন করার জন্য নিয়মিত সাইবার সেলের তরফে প্রচার চালানো হচ্ছে!’