ক্র্যাশ করল নির্বাচন কমিশনের ওয়েবসাইট

গোটা দেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট খুলছে রেজাল্টের জন্য। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় দাবি উঠছে, নির্বাচন কমিশনের ওয়েবসাইট ‘ক্র্যাশ’ করে গিয়েছে।

লোকসভা নির্বাচনের আগে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গনা এবং মিজোরামের ভোটের ফলাফলের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। স্বাভাবিকভাবেই তথ্যের জন্য রবিবার সকাল থেকেই সবার নজর নির্বাচন কমিশনের ওয়েবসাইটেই। এদিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অভিযোগ ওঠে, সংশ্লিষ্ট সাইট থেকে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না।

সূত্রের খবর ,সকাল ৯টার সময় ট্রেন্ড সম্পর্কিত কোনও আপডেট নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছিল না। এই অভিযোগ সামনে আসার পরই নির্বাচন কমিশনের টেকনিক্যাল টিম বিষয়টির উপর নজরদারি চালায়। যদিও নির্বাচন কমিশনের তরফে এই প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =