সোমবার সংসদে পেশ করার কথা এথিক্স কমিটির রিপোর্ট

সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন। কার্যবিবরণীতে উল্লেখ, প্রথমদিনেই লোকসভার পেশ করার কথা এথিক্স কমিটির রিপোর্ট।’টাকার বিনিময়ে প্রশ্ন’ বিতর্কে বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ৫০০ পাতার রিপোর্টে তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে এথিক্স কমিটি। কমিটির মতে, ‘স্রেফ অনৈতিক নয়, এই কাজ সংসদের অবমাননা’।  কমিটির আরও সুপারিশ, ‘টাকার বিনিময়ে প্রশ্ন’ বিতর্কে কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আইন ও প্রাতিষ্ঠানিক তদন্ত করা উচিত কেন্দ্রীয় সরকারের’। এদিকে তবে প্রথমদিন রীতিমাফিক প্রয়াত সাংসদদের শ্রদ্ধা জানিয়েই শেষ হয় লোকসভা অধিবেশন। এক্ষেত্রে তেমনটাই হবে বলে মনে করা হচ্ছে। সেদিন রিপোর্ট নিয়ে আলোচনা না হওয়ারই সম্ভাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =