‘জনতার জয়, সততার জয়’, তিন রাজ্যে জয়ে কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

‘ভারত মাতা কি জয়। আজ সততার জয়। আজ জনতার জয়। আত্মনির্ভর ভারতের জয়। সুশাসনের জয়।আত্মনির্ভর ভারতের সংকল্পের জয়।’ রবিবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এও বলেন, ‘এ আওয়াজ যেন তেলেঙ্গানা পর্যন্ত যায়।’ সঙ্গে বিরোধীদের প্রতি মোদির বার্তা, ‘আপনারা শুধরে যান। নয়তো মানুষ আপনাদের বেছে বেছে জবাব দেবেন।’

রবিবার প্রধানমন্ত্রী মোদি তাঁর ভাষণে এও বলেন, ‘আজ দেশের আদিবাসী সমাজ মনের কথা বলতে পারছে। এই আদিবাসী সমাজ কংগ্রেসের ৬০ বছরের রাজত্বে পিছিয়ে ছিল। গুজরাতেও আমরা দেখেছি আদিবাসীদের পাত্তা দিত না। রাজস্থান, মধ্যপ্রদেশে এরাই কংগ্রেসকে মুছে ফেলেছে। আমি সমস্ত দলীয় কর্মীদের ধন্যবাদ জানাই। আপনারা ডাবল ইঞ্জিন সরকারের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।’

অধুনা ভারতীয় রাজনীতিতে একটি প্রবাদ তৈরি হয়েছে, ‘মোদি হ্যায়, তো মুমকিন হ্যায়।’ ৩ রাজ্যের ফলাফলে সেই প্রবাদ আরও একবার ফলে গেল। গোবলয়ের তিন রাজ্যে যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ ছিল। এই তিন রাজ্যেই বিজেপি মুখ হিসাবে এগিয়ে দিয়েছিল খোদ প্রধানমন্ত্রীকে। কংগ্রেস যেখানে স্থানীয় নেতৃত্বকে সামনে রেখে ভোটে নেমেছে, সেখানে বিজেপি স্থানীয় নেতাদের সেভাবে গুরুত্বই দেয়নি। পুরো প্রচার অভিযানই চলেছে মোদিকে কেন্দ্র করে।

রবিবার ফল প্রায় স্পষ্ট হতেই বিজেপির সদর দপ্তরে আসেন মোদি। পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ অনেকেই। তার আগে দিল্লিতে বিজেপি দপ্তরের সামনে গেরুয়া কর্মী এবং সমর্থকেরা ভিড় জমান। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাও জানান তাঁরা। এরপরই এদিন দিল্লি থেকে তিন রাজ্যের মানুষকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে দলীয় কর্মীদেরও অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান।

এদিন ভাষণ দিতে গিয়ে বিরোধীদের একহাত নিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বিরোধী তথা কংগ্রেসকে বিদ্ধ করে তিনি বলেন, ‘কেন্দ্র যখনই কোনও উন্নয়নমূলক কাজ করতে গিয়েছে তখনই কংগ্রেস ও তার সঙ্গী দলগুলো বিরোধিতা করেছে। ইন্ডিয়া জোটকে বিঁধে মোদি বলেন, ভোটবাক্সেই যাবতীয় দুর্নীতির জবাব দিয়েছেন আমজনতা।’ আর এই প্রসঙ্গেই এদিন মোদি এও বলেন, ‘আমি এই প্রথম নিয়ম ভেঙেছি। তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক সাফল্যের পর সাফ এই কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই জানান রাজনীতির কেরিয়ারে কোনওদিন যা করেননি, সেটাই করেছেন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে।’ এই প্রসঙ্গে তাঁর সংযোজন,  ‘এতদিন ধরে রাজনীতি করছি, কোনওদিন ভবিষ্যদ্বাণী করিনি। রাজস্থানে মাওজি মহারাজে কাছে পুজো দিতে গিয়েই বলেছিলাম, রাজস্থানে আর কংগ্রেস সরকার ফিরবে না।’ সঙ্গে এও জানান, ‘আমি ভবিষ্যৎ দেখতে পাই না। কিন্তু আমি রাজস্থানের মানুষের প্রতি আস্থা রেখেছিলাম। তাঁরাই আজকে  ভোটবাক্সে রায় দিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 14 =