অনুমতিহীন সভা সরিয়ে হাইকোর্টে প্রশংসা কুড়ালো রাজ্য পুলিশ

অনুমতিহীন সভা সরিয়ে হাইকোর্টে প্রশংসা কুড়ল রাজ্য পুলি্শ। আর এই ঘটনা বিচারপতি রাজাশেখর মান্থার নজরে আসতেই তিনি জানান, ‘অনেকদিন পরে দেখলাম রাজ্য এমন ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। এটা ভালো লাগল।’ এরই রেশ ধরে বিচারপতি রাজাশেখর মান্থা জানান,‘বরাবর বলছি সব দলের সভা, সমিতি, ধর্নার অধিকার আছে। কিন্তু সেটা সব রকম অনুমতি নিয়ে। অনুমতি না নিয়েই যারা সভা করছে! যা যা পদক্ষেপ নেওয়ার নিতে হবে। এমন ক্ষেত্রে পুলিশ কে সিদ্ধান্ত নিতেই হবে। একই জায়গায় অন্য দলকে অনুমতি দিলে আইন শৃঙ্খলা সমস্যা হবে। রাজ্য পুলিশকে সিআইএসএফ- এর সহযোগিতা নিয়ে দেখতে হবে কোনও বেআইনি কিছু না হয়।’ এর প্রত্যুত্তরে রাজ্যের তরফ থেকে জানানো হয়, সব ব্যবস্থা হচ্ছে।

একাধিক সময় বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে পুলিশের ভূমিকা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সুর চড়াতে দেখা যায় বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বদের। রাজ্য শাসক দলের ক্ষেত্রে কোথাও গিয়ে যেন অনেকটাই ‘নরম’ হয়ে যায় পুলিশ, এমনই অভিযোগ বিভিন্ন সময় তুলেছেন বিরোধীরা। কিন্তু, এবার অনুমতি না নিয়ে ধরনায় বসার জন্য তৃণমূলের মঞ্চ সরিয়ে দেয় পুলিশ। সূত্রে খবর,  কোনও অনুমতি ছাড়াই বিজেপির সভার সামনে দু’দিন ধরে তৃণমূল ধরনা কর্মসূচি চালায়। পরে শুক্রবার সেই ধরনা মঞ্চ সরিয়ে দেয় পুলিশ। ঘটনাটি হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে। সেখানে বিপ্লবী সতীশ সামন্তের জন্মদিন পালনে সভা করছিল বিজেপি। অন্যদিকে, তারই সামনে এই ধরনা কর্মসূচি নিয়েছিল তৃণমূল। কিন্তু, কোনও অনুমতি ছাড়াই সেই ধরনা কর্মসূচি চলার ফলে কড়া পদক্ষেপ নেয় পুলিশ। এই ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 1 =