মাঝেরহাট ব্রিজের ওপর রাবিস বোঝাই লরি আটকালেন মেয়র ফিরহাদ হাকিম

মাঝেরহাট ব্রিজের ওপর রাবিস বোঝাই লরি হাতেনাতে ধরলেন খোদ মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। অভিযোগ, অবৈধভাবে পুকুর ভরাট করার জন্য লরিটি রাবিস নিয়ে যাচ্ছিল। সূত্রে খবর, এদিন জোকায় ১৬ নম্বর বরোয় বৈঠক করতে যাওয়ার পথেই বিষয়টি দেখতে পান মেয়র ফিরহাদ হাকিম। তখনই তিনি লরিটিকে হাতেনাতে ধরেন। এরপরই পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন। কর্তব্যরত এক পুলিশ কর্মীকেই প্রশ্ন করেন, কীভাবে পুলিশের নজর এড়িয়ে গেল এই লরি তা নিয়েই। একইসঙ্গে তাঁর সংযোজন, যেখানে তিনি নিজেই খালি চোখে দেখে বুঝতে পারছেন, এই মাটি অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে পুলিশ বুঝতে পারল না কেন।

এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘মাঝেরহাট ব্রিজের ওপর আমি একটা লরি দেখলাম। আটকালাম। রাবিশ নিয়ে যাচ্ছিল। সাউথের দিকে ঢুকছিল লরিটি। তারপর আরও চার-পাঁচটা গাড়ি দেখলাম সাউথের দিকেই যাচ্ছে। নম্বরগুলো লিখে রেখেছি। এই তথ্যগুলো আমার কাছে আছে, পুলিশ কমিশনারকে দেব।’ একইসঙ্গে এও জানান,  ‘এইভাবে আমাদের একা যদি পরিবেশের জন্য লড়তে হয়, তাহলে কীভাবে হয়? আমি পুলিশ কমিশনারের কাছে অনুরোধ করব, মাঝেরহাট ব্রিজ থেকে সাউথের রাস্তায় নজরদারি আরও কড়া করতে। এই অঞ্চলে জলাশয় বোঝাইয়ের যে পুরনো রোগ, তা পুলিশ ছাড়া আটকানো যাবে না। আমরা সি অ্যান্ড ডি প্ল্যান্ট বসিয়েছি। যদি কেউ বাড়ি ভাঙে সেই রাবিশ এই সি অ্যান্ড ডিপ্ল্যান্টে যাবে। তা না হয়ে পাচার হয়ে যাচ্ছে।’ একইসঙ্গে গাড়িগুলো সব ১৫ বছরের পুরনো লরি, তার মধ্যে অনেকগুলোর নম্বর প্লেটও নেই বলে জানান মেয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + nineteen =