রাজ্য আদালতের নির্দেশ মানছে না, অভিযোগ সিবিআইয়ের

আলিপুরদুয়ারের মহিলা ঋণদানকারী সমিতি মামলায় রাজ্যের মুখ্যসচিবকে তোপ দাগলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুখ্যসচিবের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট প্রশ্ন, ‘আদালতের নির্দেশ মানার ইচ্ছা আছে কিনা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জানান’। এর পাশাপাশি মঙ্গলবার বিকাল তিনটের মধ্যে হলফনামা জমার নির্দেশও দেন তিনি।

প্রসঙ্গত, আলিপুরদুয়ারের মহিলা ঋণদানকারী সমিতির দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশের পরেও সিবিআই তদন্তের নির্দেশ কার্যকর প্রথমে হয়নি বলেই অভিযোগ। কারণ, সিআইডি মামলার নথি হস্তান্তর করেনি বলে অভিযোগ জানানো হয় সিবিআইয়ের তরফ থেকে। পরিবর্তে আগের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে সিআইডি। তাতে চরম বিরক্তও হতে দেখা যায় বিচারপতিকে। এরপর কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। তবে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখে।

এছাড়া সিবিআইয়ের উপর মামলার চাপ তৈরি হওয়ায় রাজ্যের ১০ জন পুলিশ অফিসারকে ডেপুটেশন দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। একইসঙ্গে আদালত জানায়, ওই মামলার তদন্তে উত্তরবঙ্গে থাকা এবং যাতায়াতের বন্দোবস্ত করতে হবে রাজ্যকে। তদন্তের স্বার্থে ওই মামলায় রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেন বিচারপতি। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এই নির্দেশনামা মুখ্যসচিবের অফিসেও পাঠান। প্রথমে ৩ নভেম্বর এবং পরে ৭ ডিসেম্বর আদালতের নির্দেশ জানানো হয়। এরপর সোমবার আদালতে সিবিআই জানায় এখনও রাজ্যের তরফে কোনও ব্যবস্থা করা হয়নি। এরপরই মুখ্যসচিবকে কড়া বার্তা দেন বিচারপতি। হলফনামা জমার ডেডলাইনও বেঁধে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 11 =