তাপমাত্রা বাড়ল কলকাতার

তাপমাত্রা বাড়ল কলকাতার। আলিপুর আবহাওয়া দফতর আগেই এই বদলের পূর্বাভাস দিয়েছিল। বড়দিন আসার আগে আরও পরিবর্তন হবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। এরপর মঙ্গলবার সকালেই সেই তাপমাত্রা বেড়ে হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রাতারাতি এক ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে। তবে এখানেই শেষ নয়। আগামী কয়েকদিনে আরও বাড়বে তাপমাত্রা।

এদিকে যকন নিম্নচাপ আর ঘূর্ণিঝড়ের ছায়া কাটিয়ে সবেমাত্র ভাল ঠাণ্ডা পড়তে শুরু করেছে কলকাতায়। তিলোত্তমাবাসী বেশ জমিয়ে উপভোগ করছেন শীত ঠিক সেই সময়েই ছন্দপতন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত ভাল ঠাণ্ডা আর উপভোগ করা যাবে না। মঙ্গলবার যে তাপমাত্রা ১৫ ডিগ্রি পেরিয়েছে, সপ্তাহান্তে অর্থাৎ শনি বা রবিবারে সেই তাপমাত্রা ছুঁতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। এইভাবে শীতের ছবি বদলের কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসার থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। জলীয় বাষ্প ঢুকলে রাতের তাপমাত্রা নামতে পারে না। এছাড়া উত্তর ভারত থেকে শুকনো বাতাস প্রবেশ করতে পারে না, সেই কারণেই শীতের চরিত্র বদলে যাচ্ছে। অর্থাৎ শীত মানে যে শুষ্ক আবহাওয়া আর হিমেল হাওয়া, তার কোনওটাই মিলবে না আগামী কয়েকদিনে। আকাশ থাকবে মূলত মেঘলা। বৃষ্টি হবে কি না, তা এখনও জানা যায়নি। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 5 =