টেটের দিন পরিবর্তন নিয়ে দিলীপের আর্জি খারিজ হাইকোর্টে

টেট হবে ২৪ ডিসেম্বরই, এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট। এদিকে ওইদিনই ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান রয়েছে। যেখানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।সেই কারণে টেটের দিন পিছনো হোক বলে আদালতে আবেদন করেছিলেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার।প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির পর দিলীপ ঘোষের আবেদন খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ, রাজ্য ও কলকাতা পুলিশকে নিশ্চিত করতে হবে, যাতে কোনও পরীক্ষার্থীর কোনও সমস্যা না হয়। পরিবহণ দফতরও পর্যাপ্ত পরিষেবার ব্যবস্থা করবে।

এদিকে আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে ১ লক্ষ মানুষ গীতাপাঠের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও অংশ নেওয়ার কথা দেশের বিভিন্ন রাজ্যের সাধুসন্তদের। সঙ্গে থাকবেন আরও ভিভিআইপিরাও। ফলে এই বিপুল জনসমাগমের কারণে রাস্তাঘাটে যানজট হওয়ার সম্ভাবনা প্রবল। আর এই কারণকেই সামনে এনে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আদালতের দ্বারস্থ হন। দিলীপ ঘোষের দাবি ছিল, এই অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার কথা। ফলে রাস্তাঘাটে যানজট হওয়ার সম্ভাবনা প্রবল। এদিকে এইদিনই টেট পরীক্ষা হলে অসুবিধায় পড়বেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার এই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে স্পষ্ট জানিয়ে দিল টেট হবে নির্ধারিত ২৪ ডিসেম্বরই।যা শুরু হবে দুপুর ১২টা থেকে। চলবে আড়াইটে পর্যন্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eight =