টিভিএস বঙ্গের বাজারে নিয়ে এল নেকেড স্পোর্টস টিভিএস অ্যাপাচে আরটিআর ৩১০

কলকাতা, ডিসেম্বর ২০, ২০২৩: চার দশকের বেশি রেসিংয়ে নজর কেড়েছে টিভিএস মোটর কোম্পানি। বুধবার এই টিভিএস-ই পশ্চিমবঙ্গের কলকাতায় সামনে আনল আইকনিক অ্যাপাচে লাইন-আপে সাম্প্রতিকতম সংযোজন এবং নতুন ফ্ল্যাগশিপ টিভিএস অ্যাপাচে আরটিআর ৩১০। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, এই নেকেড স্পোর্টস মোটরসাইকেল শক্তি, ক্ষিপ্রতা এবং স্টাইলের সন্তোষজনক মিশ্রণে দু চাকার গাড়ি চালানোর আনন্দে নতুন মাত্রা যোগ করবেই। সারা পৃথিবীর মোটরসাইকেল নিয়ে যাঁরা পাগল এবার তাঁদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে টিভিএস অ্যাপাচে আরটিআর ৩১০। সংস্থার তরফ থেকে এও দাবি করা হয়েছে যে, এই নেকেড স্পোর্টস মোটরসাইকেলে থাকবে অতুলনীয় আরোহনের এক অভিজ্ঞতার  নয়া মাপকাঠি। সঙ্গে মিলবে ফ্রিস্টাইলারের দুনিয়ায় প্রবেশাধিকার।

বুধবারের অনুষ্ঠানে বিমল সাম্বলি, হেড বিজনেস, প্রিমিয়াম, টিভিএস মোটর কোম্পানি, জানান ‘’টিভিএস অ্যাপাচে আরটিআর ৩১০ হল অ্যাপাচে বাইকের নতুন প্রজন্ম যার আছে ৪০ বছরের রেসিং পরিচিতির উত্তরাধিকার। আর তা তৈরি হয়েছে ‘ট্র্যাক টু রোড’ দর্শনের উপর ভিত্তি করে।’ একইসঙ্গে তাঁর সংযোজন,  ‘পশ্চিমবঙ্গে এই মোটরসাইকেল লঞ্চ করতে পেরে আনন্দিত। এই মেশিন রোমাঞ্চ ও মজাকে কেন্দ্রে রেখে ফ্রিস্টাইল পারফরম্যান্স মোটরসাইক্লিং-এর এক নতুন যুগ শুরু করবে। বহু যুগান্তকারী প্রযুক্তি নিয়ে আর সব অ্যাপাচের মতই এই ফ্ল্যাগশিপ অ্যাপাচে এই বিভাগের জন্যে নতুন মাপকাঠি নির্ধারণ করবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + sixteen =