কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, ক্রিসমাসের দিন অর্থাৎ সোমবার গ্রিন লাইন অর্থাৎ ইস্ট-ওয়েস্ট করিডরে ১০৬টি মেট্রোর জায়গায় ৯০টি মেট্রো পরিষেবা দেওয়া হবে। এই ৯০টি মেট্রোর মধ্যে ৪৫টি চলবে আপ লাইনে এবং ৪৫ টি চলবে ডাউন লাইনে।
এরই পাশাপাশি কলকাতা মেট্রোর তরফ থেকে এও জানানো হয়েছে, ক্রিসমাসের দিন প্রথম সার্ভিস পাওয়া যাবে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সকাল ৬টা ৫৫ মিনিটে। অর্থাৎ ,এখানে সময়ের কোনও পরিবর্তন নেই। উল্টোদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত প্রথম মেট্রো মিলবে সকাল ৭টায়। সেখানেও কোনও পরিবর্তন নেই। শেষ সার্ভিস শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মিলবে রাত ৯টা ৩৫ মিনিটে। এই সময়েরও কোনও পরিবর্তন নেই। উল্টোদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো মিলবে রাত ৯টা ৪০ মিনিটে। ওই দিন এই করিডোরে ২০ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলেও জানানো হয়েছে কলকাতা মেট্রোর তরফ থেকে।