নিজাম প্যালেসে আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর মনোজ শশিধর। শুক্রবার তিনি সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্থিক দুর্নীতি, অপরাধদমন এবং দুর্নীতিদমন শাখার আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন। সূত্রে খবর , বৃহস্পতিবার শহরে এসেছেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর। এরপরই এই বৈঠক নিয়ে শুরু হয়েছে জল্পনা। কারণ, পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি দুর্নীতির তদন্ত করছে সিবিআই। তার মধ্যে যেমন রয়েছে নিয়োগ, কয়লা, গরু এবং পুরসভায় দুর্নীতির মতো গুরুত্বপূর্ণ মামলা। সবক’টি মামলাই এখন আদালতের বিচারাধীন। তাই এই সব মামলায় তদন্তের অগ্রগতি কতটা, তা নিয়েই পর্যালোচনা বৈঠক বলেই মনে করা হচ্ছে।
এদিকে সিবিআইয়ের পাশাপাশি তদন্ত চালাচ্ছে আরও একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গরু পাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে গত বছরের ২৩ জুলাই প্রথমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। পরে এই মামলায় পার্থকে গ্রেফতার করে সিবিআইও। কয়লা পাচার মামলায় গত বছর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা।