সোমবার থেকে উপাচার্যবিহীন হতে চলেছে রাজ্যের ১০ বিশ্ববিদ্যালয়

আগামী সোমবার থেকে রাজ্যের ১০ বিশ্ববিদ্যালয় উপাচার্যবিহীন হতে চলেছে। কারণ এই সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের পূর্ণ হচ্ছে ৬ মাসের মেয়াদ। সূত্রের খবর, এর মধ্যে ১০ বিশ্ববিদ্যালয়েই নয়া ভারপ্রাপ্ত অন্তবর্তী উপচার্যদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার ফলে ফের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কাজে সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছে এডুকেশনিস্ট ফোরাম। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রশাসনিক জটে ফের আটকে যেতে পারে গুরুত্বপূর্ণ সব কাজ। এদিন সাংবাদিক বৈঠকে সে সম্পর্কে উদ্বেগও প্রকাশ করতে দেখা যায় এডুকেশনিস্ট ফোরামের সদস্যদের।

সূত্রে খবর, এই ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, সংস্কৃত কলেজ এন্ড ইউনিভার্সিটি, ডায়মন্ড হারবার ইউনিভার্সিটি, আম্বেদকর ইউনিভার্সিটি, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, কন্যাশ্রী, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।

এদিকে উপাচার্যদের বহাল করা নিয়ে সম্প্রতি ব্যাপক টানাপোড়েন দেখা গিয়েছে রাজ্য-রাজ্যপালের মধ্যে। একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যেই তোপ দাগতেও দেখা যায়।বিশেষত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নানা ঘটনায় বিদ্ধ করেন  রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। যদিও রাজ্যের বক্তব্যকে খুব একটা গুরুত্ব না দিয়েই এরই মাঝে একাধিক বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তী উপাচার্য হিসাবে বেশ কিছু নতুন মুখকে বসায় রাজভবন।

তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হয়ে যাওয়া নিয়ে এডুকেশনিস্ট ফোরাম জানাচ্ছে এই সকল বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্যদের দায়িত্ব আগামী সোমবার থেকে শেষ হয়ে গেলেও রাজ্যপাল তথা আচার্যও সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আর উপাচার্য নিয়োগ করতে পারবেন না রাজ্য সরকারের সঙ্গে বৈঠক ছাড়া। ফলে এই ১০ বিশ্ববিদ্যালয়ে আবারও প্রশাসনিক কাজে অসুবিধা দেখা দেবে বলে মনে করছে এডুকেশনিস্ট ফোরাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + ten =