করুণাময়ী মোড়ে সাবওয়ে তৈরি করতে চলেছে কেএমডিএ

সল্টলেকের অন্যতম ব্যস্ত এলাকা করুণাময়ী মোড়। সব সময়েই গাড়ি, বাস-অটোর ভিড়। এদিকে আবার শুরু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোও। এরপর থেকে এই চত্বরে পথচারীর সংখ্যা আরও বেড়েছে। এছাড়াও প্রতিদিনই বহু মানুষ করুণাময়ী মোড়ে নেমে নিউটাউন, বেলেঘাটা, ফুলবাগানের অটো ধরার জন্য রাস্তা পারপার করেন। বিকাশ ভবন, সেচ ভবন-সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি অফিসও এই তল্লাটে। ফলে লোকজনের ভিড় লেগেই থাকে।

এদিকে যানবাহনের চাপ থাকায় পথচারীদের রাস্তা পারাপার হতে সময় লাগে অনেকটাই। তাড়াহুড়ো করতে গিয়ে ঘটে দুর্ঘটনাও। এই সমস্যা মেটাতেই করুণাময়ী মোড়ে সাবওয়ে বা ফুটব্রিজ তৈরির প্রস্তাব কিছুদিন আগেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কেএমডিএকে। বিধাননগর পুরনিগমও একাধিকবার কেএমডিএর কাছে এই আর্জি জানিয়েছে। সেই আর্জি মেনেই করুণাময়ী মোড়ে সাবওয়ে তৈরি করতে চলেছে কেএমডিএ।

সরকারি সূত্রে খবর, এজন্য সয়েল টেস্টিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের। সেই রিপোর্ট এলেই বিশেষজ্ঞদের পরামর্শ মেনে সাবওয়ে অথবা ফুটব্রিজ তৈরির কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। সূত্রে এ খবরও মিলেছে, দীর্ঘদিন থেকেই সল্টলেকের বাসিন্দারা করুণাময়ী মোড়ে সাবওয়ে তৈরির দাবি জানিয়ে আসছেন বিধাননগর পুরনিগমে। করুণাময়ীর একটি আবাসনের বাসিন্দা পুলক দত্ত বলেন, ‘করুণাময়ী মোড় সল্টলেকের প্রাণকেন্দ্র। রাস্তা পারাপার করাটা বড্ড ঝক্কির। সেই কারণেই সাবওয়ে বা ফুটব্রিজটা ভীষণ জরুরি।’

এই সাবওয়ে তৈরি প্রসঙ্গে কেএমডিএর এক কর্তা জানান, ‘শহরের বাসিন্দারা ফুটব্রিজের থেকে সাবওয়ে ব্যবহার করাই বেশি পছন্দ করছেন। করুণাময়ীতে কী তৈরি করা হবে, তা মাটির অবস্থা দেখে এবং পুলিশের সঙ্গে আলোচনা করেই ঠিক হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 18 =