প্রায় আড়াইশোটা সরকারি বাস রক্ষণাবেক্ষণের জন্য বসে বিভিন্ন ডিপোতে।এর ফলে রাস্তায় কমেই চলেছে সরকারি বাসের সংখ্যা। বাসের অভাবে যাত্রীরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও বাসের দেখা নেই। কলকাতার পথে যাঁরা বের হচ্ছেন তাঁদের অধিকাংশেরই অভিযোগ, দুপুর একটার পর এবং রাতে ৯টার পর রাস্তায় সরকারি বাস একেবারেই কমে যাচ্ছে। শীতকাল বলে যাত্রী কম হবে ধরে নিয়েই হয়তো এই বাসের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে বেসরকারি বাসেই উঠছেন তাঁরা। এদিকে বেসরকারি বাস রাস্তায় এগোতেই চায় না। ভাড়াও বেশি।
হঠাৎ রাস্তায় বাস কমার কারণ খুঁজেত গিয়ে সামনে এসেছে এক অদভূত ঘটনা। এই বাসের রক্ষণাবেক্ষণের জন্য পাঠানো প্রায় পাঁচ কোটি টাকা ডাব্লুবিটিসি-র অ্যাকাউন্টে না পাঠিয়ে ভুল করে ডব্লুবিএসটিসি-র মানে ভূতল পরিবহণ দপ্তরের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। যার জেরে বিপাকে পরে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। বাস রক্ষণাবেক্ষণের কাজ শুরু হলেও টাকা না আসায় তা করতে পারা যাচ্ছে না। আর ডব্লবিএসটিসি-র থেকে সরাসরি ডব্লবিটিসিকে ওই টাকাও পাঠানো যাবে না। ফলে তা আবার ফেরৎ পাঠানো হয়েছে অর্থ দপ্তরে। কিন্তু অর্থদপ্তরের তরফে সেই টাকা এখনও পরিবহণ নিগমকে পাঠানো হয়নি। তাই কাজও শুরু করা যায়নি।
এরই রেশ ধরে সামনে যে কলকাতাবাসীর দুর্ভোগ আরও অপেক্ষা করে রয়েছে তারও আভাস কিন্তু মিলেছে পরিবহণ দফতরের দেওয়া তথ্য থেকে। কারণ, সিএসটিসি, সিটিসি এবং ডব্লুবিএসটিসি মিলিয়ে প্রায় ৭৫০ বাস রাস্তায় নামে। বাকি ২৫০ মতো এখনও বসে। আর এই সব বাসে যান্ত্রিক সমস্যা রয়েছে।য়া মেরামত করে নতুন নীল-সাদা রং করে তবে তা নামানো হচ্ছে। যেহেতু শহরে চলা সমস্ত বাসকে একই রঙের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই সেগুলোকে মেরামত করেই একেবারে নতুনের মতো করে তা নামানো হচ্ছে ধাপে ধাপে।
এই বাস নামতে আরও প্রায় মাসখানেক লাগবে বলেই জানাচ্ছেন নিগমের কর্তারা। কিন্তু সামনেই গঙ্গাসাগর। তারপর বইমেলা। গঙ্গাসাগর মেলা উপলক্ষে শহরের প্রায় আড়াইশোর বেশি বাস বসে যাবে। তখন রাস্তায় বাসের জন্য ভোগান্তি যাত্রীদের আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। তাই তার আগেই এই বসিয়ে রাখা বাসগুলো নামাতে চাইছে নিগম। তারপর বইমেলা স্পেশাল বাস চালানোও রয়েছে। সব মিলিয়ে ভুল অ্যাকাউন্টে টাকা চলে যাওয়াতেই এই বিভ্রাট। নিগমের এক কর্তা জানান, দ্রুত বসিয়ে রাখা বাসগুলো নামাতে না পারলে গঙ্গাসাগরের সময় কিছুটা সমস্যা হতে পারে।