প্রজাতন্ত্র দিবসের কুচাকাওয়াজে বাদ পশ্চিমবঙ্গের ট্যাবলো

২০২৪-এর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাদ পড়ল পশ্চিমবঙ্গের ট্যাবলো। ২০২০ ও ২০২২ সালের পর আগামী প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কর্তব্যপথে দেখা যাবে না বাংলার ঝাঁকি। এবারেও কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রস্তাবিত ট্যাবলো বাতিল করে দিয়েছে। একইভাবে বাতিল করা হয়েছে আম আদমি পার্টির দিল্লি ও পঞ্জাব সরকারের ট্যাবলোও।

এদিকে সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প‘কন্যাশ্রী’কে থিম করে ট্যাবলো সাজানো হয়েছিল। আর্থিক কারণে স্কুলছুট কন্যাসন্তানদের লেখাপড়ার জন্য একটি সহায়তা প্রকল্প এটি। পড়াশুনা করে বঙ্গতনয়ারা যাতে উচ্চশিক্ষার সুযোগ পায় তার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

ট্যাবলো বাতিল করা প্রসঙ্গে রাজ্যের মহিলা ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানান, ‘এই ট্যাবলোকে শুধু বাতিল করা হয়নি। এরসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মেয়েদের আগে তুলে ধরতে চেয়েছেন এবং এই একই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা প্রকাশ পেয়েছে। রাষ্ট্রসংঘসহ কন্যাশ্রী প্রকল্প যখন বিশ্বে সমাদর পেয়েছে, তখন কেন্দ্রের এই ট্যাবলো বাতিল করাটা দুর্ভাগ্যের। তৃণমূলের অন্য নেতাদের মতে, মোদির বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্প যে মমতার প্রকল্প অনুকরণ করেই তা প্রমাণ হয়ে গিয়েছে। তাই এই ট্যাবলোকে বাতিল করে দিয়েছে কেন্দ্র।’

অন্যদিকে, বিজেপি বিরোধী আপ সরকারের দুটি ট্যাবলোও বাতিল করেছে কেন্দ্র। আম আদমি পার্টি একে নোংরা রাজনীতি বলে ব্যাখ্যা করেছে। এই প্রসঙ্গে  আপের মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর শুক্রবার জানান, ‘বিজেপি রাজ্যগুলির ট্যাবলো প্রতিবার অনুমোদন পেয়ে যায়। কিন্তু গতবারের মতো এবারেও দিল্লি ও পঞ্জাব বাদ পড়ে গেল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =