মেট্রোর কাজের জন্য বাইপাসে যানজটের সম্ভাবনা

কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরে যাঁরা যাতায়াত করেন এবার তাঁরা ভোগান্তির মুখে পড়তেই পারেন। বাইপাসের বেলেঘাটা লাগোয়া এলাকায় মেট্রোপলিটন ক্রসিং-এ মেট্রোর কাজের জন্য যে যান নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা করা প্রয়োজন, তার জন্যই কলকাতা পুলিশের দ্বারস্থ হল আরভিএনএল। তারই জেরে বাড়তে পারে বাইপাসের জ্যাম।

ইতিপূর্বে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড-এর তরফে ৪৫ দিনের জন্য মেট্রোর কাজের জন্য এই অংশে বেশ কিছুটা জায়গা ব্যবহারের ছাড়পত্র চাওয়া হয় কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের থেকে। সায়েন্সসিটি থেকে চিংড়িঘাটা যাওয়ার দিকে অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ-বিমানবন্দর লাইনের নির্মাণ কার্যে ১২৫ মিটার একটি গ্যাপ ছিল। মেট্রোপলিটন মোড় সংলগ্ন খালের উপর সেখানে কিছু কাজ সম্পূর্ণ করার কথা। এটি হবে ২৮৮ এবং ২৮৯ নং পিলারগুলির কাছে। আর সেই কারণেই ওই অংশের অল্প কিছু জায়গা, ঘেরাটোপ করে যান নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, যৌথ ইন্সপেকশন হওয়ার পরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে যে কবে থেকে এই নির্মাণ কার্য শুরু করা যায়। ২০২৪ সালের মার্চ মাসের মধ্যেই গ্যাপটির এই ১২৫ মিটার সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ করে ফেলতে চায় রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। সঙ্গে এও জানানো হয়েছে, এই কাজ সম্পূর্ণ হলে কবি সুভাষ-বিমানবন্দর ৩২ কিলোমিটার মেট্রো লাইন তৈরির কাজে বেশ কয়েক ধাপ এগিয়ে যাবে কলকাতা মেট্রো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 3 =