নববর্ষে কলকাতার মেট্রোয়  ৪ লক্ষ ৮৩ হাজার ৬০৭ জন যাত্রী

কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, নববর্ষের দিন অর্থাৎ ২০২৪ সালের পয়লা জানুয়ারি ব্লু লাইনে ৪ লক্ষ ৮৩ হাজার ৬০৭ জন যাত্রী বহন করেছে মেট্রো রেল। গত বছর অর্থাৎ ২০২৩-এর পয়লা জানুয়ারিতে মেট্রোর এই একই করিডরে ৩,৭৯,৯৭৬  জন যাত্রী বহন করেছিল মেট্রো। সেই হিসেবে গত বছরের তুলনায় এ বছর যাত্রী সংখ্যা ২৭.৩১  শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পাশাপাশি কলকাতা মেট্রোর তরফ থেকে এও জানানো হয়েছে, নববর্ষের দিন দমদমে সর্বাধিক যাত্রী সংখ্যা ছিল ৫২ হাজার ৫৮৪ জন। পাশাপাশি রবীন্দ্র সদন ও দক্ষিণেশ্বরে যাত্রী সংখ্যা ছিল যথাক্রমে ৩৭,৯০৩ এবং ৩৫,৭৩৪ জন। গত ১ জানুয়ারিতে দমদমে সর্বাধিক যাত্রী সংখ্যা ছিল ৪৩,৫১৬জন। এরপরে এসপ্ল্যানেড এই সংখ্যা ছিল ৩০,৩৪৪ এবং দক্ষিণেশ্বরে ২৯,৪৯৭ জন।

কলকাতা মেট্রোর তরফ থেকে এও জানানো হয়েছে, বর্ষবরণের দিনে মেট্রো রেলের পরিষেবায় সন্তোষ প্রকাশ করেছেন মেট্রো যাত্রীরা। কারণ, মেট্রো কর্তৃপক্ষের সুচিন্তিত পরিকল্পনা সহজ, নিরাপদ ও নিরাপদ মেট্রো পরিষেবা প্রদানে সাহায্য করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =