কলকাতায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফের বেলেঘাটা আইডি এবং বিজি হাসপাতালে ভর্তি হলেন আরও এক করোনা আক্রান্ত রোগী। হাসপাতাল সূত্রে খবর, বুধবার দক্ষিণ কলকাতার বাসিন্দা মধ্য বয়সী এক মহিলা কে এই হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন সাপোর্টে রেখে তাঁর চিকিৎসা চলছে। এই নিয়ে বেলেঘাটা আইডি এবং বিজি হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ৫ জন করোনা আক্রান্ত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নতুন করে আক্রান্তের সংখ্যা ৮। এরই পাশাপাশি হাসপাতালের তরফ থেকে এও জানানো হয়েছে, এই করোনা আক্রান্ত রোগীদের মধ্যে কেউ করোনার নতুন ভেরিয়েন্ট জে এন. ১ আক্রান্ত কি না জানতে জেনোম সিকোয়েন্সের জন্য নমুনা পাঠানো হবে। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হলো ৮১। অন্যদিকে ২ তারিখ পর্যন্ত দেশের ১১ রাজ্যের মোট ৫১১ জনের মধ্যে করোনা ভাইরাসের নতুন ভারিয়েন্ট জে এন.১ এর খোঁজ মিলেছে। যার মধ্যে ১৯৯ জন কর্ণাটকের বাসিন্দা। ১৪৮ জন কেরেলা, ৪৭ জন গোয়া, ৩৬ জন গুজরাট, ৩২ জন মহারাষ্ট্র, ২৬ জন তামিলনাডু, ১৫ জন দিল্লি, ৪ জন রাজস্থান, ২ জন তেলেঙ্গানা, ১ জন হরিয়ানা এবং ১ জন ওড়িশার বাসিন্দা।
এদিকে সূত্রে এ খবরও মিলেছে, কলকাতা সংলগ্ন বারাসাতের এক করোনা আক্রান্ত রোগীকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। এ রাজ্যে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে কেউ নতুন ভারিয়েন্ট জে এন.১ আক্রান্ত কি না জানার জন্য জেনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হলেও এখনও পর্যন্ত কারও শরীরে নতুন ভ্যারিয়ান্টের খোঁজ মেলেনি বলেই স্বাস্থ্য দফতর সূত্রের খবর।