হিংসার ঘটনায় রিপোর্ট দেওয়ার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের

কয়েক মাসের মধ্যেই ২০২৪-এর লোকসভা নির্বাচন। এর প্রস্তুতি জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে এবার এই নির্বাচনকে ঘিরে হিংসা রুখতে বড় পদক্ষেপ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে বুধবার কমিশনের তরফ থেকে জানানো হল, জেলায় জেলায় কোনও হিংসার ঘটনা ঘটলেই, প্রত্যেক সপ্তাহের আইন-শৃঙ্খলার রিপোর্ট রিপোর্ট দিতে হবে। বুধবার বেলা ১টা নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারি বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। এই বৈঠকেই দেওয়া হয় এই নির্দেশ।

জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, বছরের শুরু হতে না হতেই লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। এদিনের প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বৈঠকে নির্ভুল ভোটার তালিকা যাতে তৈরি হয় সেই বিষয়েও জেলাশাসকদের ফের সতর্ক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এর আগের নির্বাচনগুলিতে কোন জায়গায় হিংসা, কোন বুথে ৯০শতাংশের বেশি ভোট, আর কোথায় কোথায় প্রাণহানির ঘটনা ঘটেছে তার তথ্য তৈরি করার নির্দেশ এদিন দেয় নির্বাচন কমিশন। তার ভিত্তিতে লোকসভা ভোটে তৈরি হবে রাজ্যের স্পর্শকাতর অঞ্চল।

শুধু তাই নয়, ভোট কেন্দ্রগুলোর কী পরিস্থিতি, নির্বাচন কমিশনের গাইড লাইন অনুযায়ী স্কুলগুলির পরিকাঠামো ঠিকঠাক আছে কিনা, তাও খতিয়ে দেখার নির্দেশ জেলাশাসকদের দেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =