ভারতের বাজারে ১ হাজারেরও বেশি চাকরি দিতে চলেছে ভারসুনি ইন্ডিয়া। নতুন বছরে পা রাখার সঙ্গে বিকাশ ও উদ্ভাবনের প্রতি দৃঢ় অঙ্গীকার নিয়ে ভারসুনি ইন্ডিয়া (যা পূর্বে ফিলিপস ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস নামে পরিচিত ছিল) আমেদাবাদে নতুন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করে ভারতের বিকাশের প্রতি অঙ্গীকারের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিশ্রুতি দিল। এদিনের এই অনুষ্ঠানে সংস্থার গ্লোবাল সিইও হেনক এস ডি জং এবং ভারতের সিইও গুলবাহার তৌরানির উপস্থিতিতে ভারসুনি ভারতের উচ্চ-উন্নত বাজার হিসেবে তার সম্ভাবনার এক দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।
এই প্রসঙ্গে ভারসুনির সিইও হেনক ডি জং বলেন, ‘আমাদের আমেদাবাদ কারখানার উদ্বোধন আমাদের কৌশলগত বৃদ্ধির বাজার হিসাবে ভারসুনির সমর্পণকে প্রমাণ করে, কারণ আমরা ব্যতিক্রমী পণ্য ও পরিষেবা প্রদান করে চলেছি। আজ ভারতে ক্রেতা সাধারণের কাছে আমরা যে সমস্ত পণ্য বিক্রি করি, তার প্রায় ৭০ শতাংশই এই দেশে উৎপাদিত হয়। আগামী বছরগুলিতে আমেদাবাদে একটি নতুন কারখানা খোলার কৌশলগত সিদ্ধান্তের ফলে এই উৎপাদন ৯০ শতাংশ বাড়ানো সম্ভব হবে।’