রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে শ্লেষ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

‘কী সব হচ্ছে এ রাজ্যে? সরকারি স্কুলে পড়াশোনা ঠিক ভাবে হচ্ছে না। ছিঃ ছিঃ ছিঃ।’ সোমবার এমনই মন্তব্য করতে দেখা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। একইসঙ্গে তিনি এও জানান, আগে জিন্দাবাদ জিন্দাবাদ করত, এখন অন্য কিছু করে। স্কুলের পঠনপাঠন বাদ দিয়ে ব্যবসা করে। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সংযোজন, ‘আমাকে আর কিছু বলতে বাধ্য করবেন না। ভগবান বৃদ্ধ হয়েছেন, গোলযোগ সইতে পারেন না।’

প্রসঙ্গত দক্ষিণ ২৪ পরগনার গোসাবার ছোটমোল্লাখালি (পূর্ব)-এর এক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক একটি মামলা করেছিলেন। তারই শুনানি ছিল এদিন। গোসাবার ছোটমোল্লাখালি এক প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতে কানাই চট্টোপাধ্যায়। অসুস্থতার কারণে ২০০৮ সালে ৩ মাসের জন্য ছুটি নেন কানাইবাবু। অভিযোগ, ছুটির পর আর তাঁকে স্কুলে যোগ দিতে দেওয়া হয়নি। ২০১৪ সালে অবসর নেন তিনি। কিন্তু অবসরকালীন সুযোগ সুবিধা থেকে তাঁকে বঞ্চিত করা হয় বলে অভিযোগ। সেই কারণেই আদালতের দ্বারস্থ হন তিনি। সেই মামলায় এমন মন্তব্য বিচারপতির।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =