সংহতি যাত্রা আর রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা সচল রাখতে উদ্যোগ কলকাতা পুলিশের

সোমবার রাম মন্দিরের উদ্বোধনের দিন ‘সংহতি যাত্রার’ ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত হবে মমতার এই মিছিল। উপস্থিত থাকবেন সব ধর্মের মানুষ। নেতৃত্ব দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা স্বয়ং। এদিকে সোমবার। সপ্তাহের প্রথম অফিসের দিন। শুধু অফিস কেন, স্কুল কলেজ সবই খোলা রয়েছে এইদিন। ফলে এই মিছিলের  জেরে রাস্তায় যাতে যানজট না হয় তা নিয়ে মাথা ব্যথা রয়েছে কলকাতা পুলিশের। আর সেই কারণেই বিশেষ সতর্ক থাকছে লালবাজার। শুধু শাসক দলই নয়, কলকাতা পুলিশের চিন্তা বাড়িয়েছে বঙ্গ স্যাফ্রন ব্রিগেডের তরফ থেকে যে সব মিছিল এবং অনুষ্ঠানের এদিন আয়োজন করা হয়েছে তাও। কারণ, এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে নানা মিছিল বের হওয়া কথা রয়েছে, এমনটাই খবর বঙ্গ স্যাফ্রন ব্রিগেড সূত্রে। সূত্রের খবর, সাধারণ মানুষকে যাতে কোনও অসুবিধার মধ্যে পড়তে না হয় তার জন্য কলকাতা পুলিশের সমস্ত কর্মীদের সজাগ ও সতর্ক থাকতে বলা হয়েছে। প্রতিটি মিছিলের শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত নিদিষ্ট থানাকে নজর রাখতে বলা হয়েছে। প্রয়োজনে ভিডিওগ্রাফি করা হতে পারে বলে সূত্রের খবর।

লালবাজারের তরফে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, সাধারণ মানুষের যেন কোনও ভাবেই অসুবিধা না হয় তা নজর রাখতে হবে কলকাতা পুলিশ কর্মী এবং আধিকারিকদের। শুধু তাই নয়, কোনও রাস্তা বন্ধ না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে। কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনের তরফে বাড়তি পুলিশ বাহিনী প্রস্তুত থাকতে বলা হয়েছে। সকাল থেকেই থানা নিজ নিজ এলাকায় নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =