আরপিএফের তৎপরতায় ১২৩১৮ ডাউন অকাল তখত এক্সপ্রেস থেকে উদ্ধার প্রায় ১৬ হাজার মদের বোতল। এগুলো বুকিং ছিল পটনার উদ্দেশ্য। এদিকে বিহারে মদ নিষিদ্ধ। আর সেই কারণেই আরপিএফের অনুমান, কিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এই বিপুল পরিমান মদ। ভুল করে কলকাতা স্টেশনে চলে আসে। সেখানেই তা আটক করা হয়। ৪৫ ব্যাগে রাখা ছিল ওই বিপুল পরিমান মদের বোতল।তবে এই মদের বোতল কি ভাবে কলকাতা স্টেশনে এল সে ব্যাপারে খোঁজ চালানো হচ্ছে আরপিএফের তরফ থেকে।
প্রসঙ্গত, দিনকয়েক আগেই ট্রেনে করে নিয়ে আসা হচ্ছিল বিদেশি মদের বোতল। আপ রানাঘাট লোকালের ভেন্ডার বগিতে করে দেড় লক্ষ টাকার মদ আসা হচ্ছিল। রানাঘাট জিআরপির কর্তব্যরত আধিকারিকেরা ভেন্ডার বগি থেকে চারটি বস্তা উদ্ধার করে। তার মধ্যে ছিল বেশ কিছু নামি দামি বিদেশি মদের বোতল ছিল। ট্রেনে এমন কাণ্ড দেখে অনেকেই হতবাক হয়ে যান। বোতলগুলি বাজেয়াপ্ত করা হয়। তবে এই ৭৪ বোতল বিলিতি মদের গুনগত মান নিয়েও প্রশ্ন ছিল। উদ্ধার হওয়া মদগুলি নকল মদ কিনা সেটাও খতিয়ে দেখা হয়।