কয়েকদিন আগেই তেলের দাম কমানোর ইঙ্গিত দিয়েছিলেন পেট্রোলিয়াম মন্ত্রী। এছাড়া আগামী কয়েক মাসের মধ্যে কয়েকটি রাজ্যে নির্বাচন হতে চলেছে। ফলে এর মাঝেও রাজ্যগুলিতে তেলের দাম কমতে পারে, এমনটাই আশা করছেন অনেকেই। তবে সর্বভারতীয় স্তরে ২৪ জুনও জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি।
আইওসিএল-এর তথ্য অনুযায়ী, দেশের রাজধানী দিল্লিতে, এক লিটার পেট্রলের দাম রয়েছে ৯৬.৭২ টাকা এবং এক লিটার ডিজেলের দাম রয়েছে ৮৯.৬২ টাকা। যা কিনা আগের দিনের দামের সমান।
দেশের বাণিজ্যিক নগরী মুম্বইয়ে পেট্রল প্রতি লিটারে দাম রয়েছে ১০৬.৩১ টাকা এবং ডিজেল প্রতি লিটারে বিক্রি হচ্ছে ৯৪.২৭ টাকা দরে।
চেন্নাইতে পেট্রলের দাম রয়েছে ১০২.৬৩ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে রয়েছে ৯৪.২৪ টাকা প্রতি লিটার।
কলকাতায় পেট্রল প্রতি লিটারে রয়েছে ১০৬.০৩ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৯২.৭৬ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা রয়েছে। তবে দাম রয়েছে সস্তার মধ্যেই। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭৪ ডলারের নিচে নেমে এসেছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি রয়েছে ৭৩.৮৫ ডলার। ডব্লুউটিআই অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম রয়েছে ৬৯.১৬ ডলার। এদিকে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার জ্বালানির দামের উপর ভ্যাট আরোপ করে। তাই বিভিন্ন রাজ্যে পেট্রোল এবং ডিজেলের দামও হয় আলাদা।