আইএসএল-এর দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করল উদ্যোক্তারা। ২৮ ফেব্রুয়ারি সুপার কাপ শেষ হওয়ার পর ৩১ জানুয়ারি থেকে শুরু হবে আইএসএল-এর দ্বিতীয় পর্ব। যা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।এরপর নকআউট পর্ব। এবার আইএসএল-এর দ্বিতীয় পর্বে হবে দুটো ডার্বি। তবে দ্বিতীয় পর্বের এই যাত্রা মোহনবাগান সুপার জায়ান্ট শুরু করবে একটু ব্যাকফুটে। কারণ পরপর তিনটে ম্যাচে হার দেখতে হয়েছে তাদের। সঙ্গে রয়েছে সুপার কাপে হার। সেদিকে থেকে অ্যাডভ্যান্টেজে ইস্টবেঙ্গল।
প্রসঙ্গত, বর্তমানে আইএসএল-এর পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানে আছে কেরালা ব্লাস্টার্স। এরপর রয়েছে যথাক্রমে গোয়া, ওডিশা, মুম্বই সিটি, মোহনবাগান, নর্থ ইস্ট ইউনাইটেড, চেন্নাইয়িন এফসি, ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু, জামশেদপুর, পঞ্জাব ও হায়দরাবাদ। ১০ ম্যাচ থেকে ৬টায় জিতে ১৯ পয়েন্ট নিয়ে মোহনবাগান রয়েছে পঞ্চম স্থানে। ইস্টবেঙ্গল ১০ ম্যাচ খেলে মাত্র দুটোতে জিতে ১১ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে।
দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট-এর ক্রীড়াসূচি-
ইস্টবেঙ্গল
৩ ফেব্রুয়ারি- বনাম মোহনবাগান (যুবভারতী)
১০ ফেব্রুয়ারি- বনাম নর্থ ইস্ট ইউনাইটেড
১৩ ফেব্রুয়ারি- বনাম মুম্বই সিটি (যুবভারতী)
১৭ ফেব্রুয়ারি- বনাম হায়দরাবাদ
২২ ফেব্রুয়ারি- বনাম জামশেদপুর
২৬ ফেব্রুয়ারি- বনাম চেন্নাইয়িন এফসি (যুবভারতী)
২৯ ফেব্রুয়ারি- বনাম ওডিশা এফসি
৬ মার্চ- বনাম এফসি গোয়া
১০ মার্চ- বনাম মোহনবাগান (যুবভারতী)
৩ এপ্রিল- বনাম কেরালা ব্লাস্টার্স
৭ এপ্রিল- বনাম বেঙ্গালুরু এফসি (যুবভারতী)
১০ এপ্রিল- বনাম পঞ্জাব এফসি
এরমধ্যে একমাত্র নর্থ ইস্ট ইনাইটেডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে বিকেল পাঁচটা থেকে। বাকি ম্যাচগুলো সন্ধ্যে সাড়ে সাতটা থেকে।
মোহনবাগান
৩ ফেব্রুয়ারি- বনাম ইস্টবেঙ্গল (যুবভারতী)
১০ ফেব্রুয়ারি- বনাম হায়দরাবাদ এফসি (যুবভারতী)
১৪ ফেব্রুয়ারি- বনাম এফসি গোয়া
১৭ ফেব্রুয়ারি- বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (যুবভারতী)
২৪ ফেব্রুয়ারি- বনাম ওডিশা এফসি
১ মার্চ- বনাম জামশেদপুর এফসি (যুবভারতী)
১০ মার্চ- বনাম ইস্টবেঙ্গল (যুবভারতী)
১৩ মার্চ- বনাম কেরালা ব্লাস্টার্স
৩১ মার্চ- বনাম চেন্নাইয়িন এফসি (যুবভারতী)
৬ এপ্রিল- বনাম পঞ্জাব এফসি
১১ এপ্রিল- বনাম বেঙ্গালুরু এফসি
১৪ এপ্রিল- মুম্বই সিটি এফসি
এরমধ্যে বিকেল পাঁচটা থেকে শুরু হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ওডিশা এফসি, পঞ্জাব এফসি, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ। বাকি ম্যাচগুলো হবে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে।