ভারতে ৫০ শতাংশের বেশি নিয়োগ বাড়াল ক্লিনিসিস

২০২৪ সালে ভারতে নিয়োগ ৫০ শতাংশের বেশি বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করল ক্লিনিসিস । এতে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ৩,৫০০+ ল্যাব গ্রাহককে পরিষেবা দেওয়ার এবং আন্তর্জাতিক স্তরে কাজকর্ম করার ক্ষেত্রে আরও সুবিধা হবে। এই কাজে সহায়তা করতে ক্লিনিসিস কার্তিক রেড্ডিকে ক্লিনিসিস ইন্ডিয়ার নতুন ভাইস প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করল।

এখানে বলে রাখা শ্রেয়, ক্লিনিসিস কৌশলগত মালিকানা স্বত্ব অধিকার করে এবং ক্লাউড কম্পিউটিংয়ে চলে যাওয়ার দীর্ঘমেয়াদি লক্ষ্যকে পাখির চোখ করে বাজারে নিজের অবস্থান জোরদার করেছে। গত দুই দশক ধরে এই সংগঠন আন্তর্জাতিক কার্যকলাপ বাড়িয়েছে এবং ভারতে প্রযুক্তি ও অন্যান্য ব্যবসায়িক পরিষেবা ক্ষেত্রে নিজের কর্মীসংখ্যাও বহুল পরিমাণে সম্প্রসারিত করেছে। ভারতসহ ১০টি দেশের অফিসে ছড়িয়ে থাকা বহুমুখি, আন্তর্জাতিকভাবে যুক্ত কর্মীবাহিনীকে সমৃদ্ধ করার কাজে নিবিষ্ট ক্লিনিসিস ২০২৪ সালে ভারতের কর্মীবাহিনীতে ৫০ শতাংশের বেশি কর্মী যুক্ত করার লক্ষ্যের গুরুত্ব সম্পর্কে সচেতন। এই নতুন পেশাদাররা ক্লিনিসিসের যুগান্তকারী ল্যাব ইনফরম্যাটিক্স প্রোডাক্ট এবং ক্লাউডে রূপান্তরের উদ্যোগে সহায়তা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + seven =