আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাতে চলেছেন ওয়ার্নার

টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন ডেভিড ওয়ার্নার। আগামী টি২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাতে চলেছেন তিনি। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলছেন। প্রথম ম্যাচে ১১ রানে জিতেছে অজিরা এবং ৩৬ বলে ৭০ করে ওয়ার্নারই ম্যান অফ দ্য ম্যাচ। আর এই পুরস্কার নিতে এসেই তাঁর অবসরের কথাও জানিয়ে দেন তিনি।

ওয়ার্নার বলেন, ‘ম্যাচ জিতে ভালো লাগছে। পরিষ্কার বোঝা গিয়েছে যে পিচ ব্যাটিংয়ের উপযোগী ছিল, এরকম জায়গায় রান করার সুযোগ হাতছাড়া করতে নেই। দারুণ লাগছে, আমার তরতাজা লাগছে। দলের ছেলেরা আমায় বলেছে রিল্যাক্স হতে। আমি টি২০ বিশ্বকাপ খেলতে চাই আর তারপরেই থামতে চাই।তবে তার আগে আগামী ছ’ মাস একটা চিত্তাকর্ষক জার্নি রয়েছে যার জন্য মুখিয়ে আছি।’

প্রসঙ্গত, শুক্রবারই অনন্য রেকর্ডের অধিকারী হন ওয়ার্নার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে তিনি যে মাইলস্টোন ছুঁলেন তা আর কারও নেই। তিন ধরনের ফর্ম্যাটেই কেরিয়ারের ১০০তম ম্যাচে ৫০-এর বেশি রান করেছেন তিনি। শুক্রবার ১০০তম আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেন ওয়ার্নার। এ ম্যাচে ৩৬ বলে ৭০ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। ১০০তম টেস্টে ২০০ করেছিলেন অজি ওপেনার, এবং ১০০তম ওডিআইতে ১২৪।

রেকর্ডের এখানেই শেষ নয়। তিনি ধরনের ক্রিকেটে ১০০ ম্যাচ খেলা তৃতীয় পুরুষ ক্রিকেটার তিনি। তাঁর আগে এই মাইলফলক ছুঁয়েছেন নিউজিল্যান্ডের রস টেলর এবং ভারতের বিরাট কোহলি । ১০০টি টি২০ ম্যাচে একটি শতরান এবং ২৫টি অর্ধশতরান সহ ২৯৬৪ রান করেছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ান হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডে তিনি দ্বিতীয়। ১০৩ ম্যাচে ৩১২০ করে এক নম্বরে অ্যারন ফিঞ্চ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − six =