খোয়া গেল সৌরভের মোবাইল, ঠাকুরপুকুর থানায় আভিযোগ দায়ের

খোয়া গেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি মোবাইল ফোন। এমনটাই খবর কলকাতা পুলিশ সূত্রে। সঙ্গে এও জানা গেছে এই মোবাইল ফোনটি বেহালার বাড়ি থেকেই পাওয়া যাচ্ছে না। এরপরই ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই মোবাইল ফোনটি কোনওভাবে হারিয়ে গেল নাকি খোয়া গেল তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

ঠাকুরপুকুর থানায় দায়ের হওয়া অভিযোগে সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, গত ১৯ জানুয়ারি ২/৬ বীরেন রায় রোড ইস্টের বাড়িতে তিনি তাঁর ফোনটি শেষবার দেখেছেন। সেদিন সকাল সাড়ে ১১টার পর থেকে আর ফোনটি দেখতে পাননি। বহু জায়গায় খোঁজ করলেও তা পাননি। সৌরভ লিখেছেন, ‘ফোনটি হারিয়ে খুবই উদ্বেগে আছি। স্পর্শকাতর ব্যক্তিগত নথি রয়েছে সেখানে। বিভিন্ন অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে।’

প্রসঙ্গত, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তিনি। বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে থেকেছেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব এখনও সামলান মহারাজ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ভিভিআইপির ফোন ‘মিসিং’ নিয়ে চর্চা শুরু হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোনে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, ফোন নম্বর, নথি রয়েছে। শুধু তাই নয়, সূত্রের খবর, ব্যাঙ্কেরও একাধিক গুরুত্বপূর্ণ নথি রয়েছে সেখানে। ইউপিআই পেমেন্টের ক্ষেত্রেও এই ফোনটি সৌরভ ব্যবহার করে থাকলে, সে দিকও উদ্বেগের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 11 =